মাঠে নামলেন বিগ বি, মুম্বই ক্রিকেট দলের মালিক এখন অমিতাভ!

এ বার নিজেই কিনে ফেললেন নতুন প্রতিযোগিতা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের মুম্বই দল

0
1

আইপিএলের ধাঁচে নতুন টি-টেন প্রতিযোগিতা হবে। আর সেই প্রতিযোগিতায় মুম্বই দলের মালিকানা কিনেছেন বিগ বি। সোমবার অমিতাভ বচ্চন নিজেই এই খবর জানিয়েছেন ক্রিকেটপ্রেমীদের।সব ঠিকঠাক থাকলে আগামী বছরের আইপিএলের আগেই হবে এই প্রতিযোগিতা। আগামী বছর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা আইএসপিএল। আগামী ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মুম্বইয়ে হবে প্রথম বছরের প্রতিযোগিতা। মোট ১৯টি ম্যাচ হবে প্রতিযোগিতায়।

জানা গিয়েছে, খেলা হবে ১০ ওভারের। ক্রিকেটের পরিচিত ডিউস বলের পরিবর্তে খেলা হবে টেনিস বলে।দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায়, মাঠে আকছার এই ধরনের খেলা হয়ে থাকে। প্রথম বছরের প্রতিযোগিতায় থাকছে ছ’টি ফ্র্যাঞ্চাইজ়ি। মুম্বই ছাড়াও হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই এবং শ্রীনগরের দল থাকছে। এই প্রতিযোগিতার মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন অমিতাভ।

অমিতাভ বরাবরই ক্রিকেটপ্রেমী। কোনও ক্রিকেটার ভাল পারফর্ম করলে প্রশংসা করতে ভোলেন না শাহেনশা। গত বিশ্বকাপের গোল্ডেন টিকিট তাঁর হাতেই প্রথম তুলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।এ বার নিজেই কিনে ফেললেন নতুন প্রতিযোগিতা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের মুম্বই দল।

কী বলছেন অমিতাভ? ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উচ্ছ্বসিত ৮১ বছরের অভিনেতা নিজের ব্লগে লিখেছেন, একটা নতুন দিন এবং একটা নতুন উদ্যোগ। মুম্বইয়ের মতো বিশেষ একটি দলের মালিক হিসাবে থাকতে পারাটা আমার কাছে সম্মানের। একটা দারুণ স্বপ্নময় ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা তুলে আনাই আমাদের প্রাধান্য। তিনি আরও লিখেছেন, যারা রাস্তায় বা বাড়িতে ক্রিকেট খেলে, এটা তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ। নিজেদের দক্ষতা সকলের সামনে তুলে ধরতে পারবে। একটা পেশাদার প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সামনে আনুষ্ঠানিক ভাবে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারবে। অমিতাভের এই এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।