বারাণসীতে মোদির ভাষণে প্রথমবার ব্যবহৃত AI, খুশি প্রধানমন্ত্রী

সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়েছিলেন, একদিকে এটা যেমন আশীর্বাদ অন্যদিকে তেমন সমাজকে ধ্বংসের হাতিয়ার। AI-এর অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপের দাবিও জানান প্রধানমন্ত্রী, এবার তাঁর ভাষনেই প্রথমবার ব্যবহার হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আর নিজের(নরেন্দ্র মোদি) ভাষণে এআই-এর ব্যবহারে রীতিমতো খুশি প্রধানমন্ত্রী।

রবিবার বারাণসী পৌঁছে যান নরেন্দ্র মোদি। দুদিনের সফরে নিজের লোকসভা কেন্দ্রে ১৯ হাজার কোটি টাকার ৩৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং কাশী তামিল সঙ্গমম উদ্বোধনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই দুই আলাদা প্রান্তের ভিন্ন ভাষাভাষীর মানুষের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির ভাষণে প্রথমবার ব্যবহার হল রিয়েল টাইম এআই ট্রান্সলেশন প্রযুক্তি। এর মাধ্যমে দক্ষিণ ভারতের লোক, যাঁরা হিন্দি ভাষা বুঝতে পারবেন না, তাঁদের জন্য রিয়েল টাইমে সেই ভাষণ তামিলে ট্রান্সলেট করে দেবে এআই। এই প্রসঙ্গে মোদি বলেন, “আজ নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হল এখানে। এটাই নতুন সূচনা। আশা করি, আগামী দিনে এই প্রযুক্তিই আমায় আপনাদের কাছে পৌঁছে দিতে আরও বেশি সাহায্য করবে।”

Previous articleমাঠে নামলেন বিগ বি, মুম্বই ক্রিকেট দলের মালিক এখন অমিতাভ!
Next articleফের প্রকাশিত ‘শিক্ষা দর্পণ’: প্রধান সম্পাদক ব্রাত্য, প্রথম সংস্করণে থাকছে চমক