Tuesday, November 4, 2025

বড়দিন থেকে বর্ষবরণ, উৎসবের দিনগুলিতে ড্রিংক অ্যান্ড ড্রাইভ রুখতে ব্যবস্থা রেস্তোরাঁ সংগঠনের

Date:

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। বড়দিন আর বর্ষবরণের উৎসবে মেতে উঠবে তিলোত্তমা কলকাতা। পার্কস্ট্রিট, ধর্মতলা, বো-ব্যারাকের মতো শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সেজে উঠছে রেস্তরাঁ, পানশালা, পাব। তবে উৎসবের দিনগুলিতে যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন।

 

মদ‌্যপ ব‌্যক্তিদের গাড়ি চালিয়ে বাড়ি ফেরার উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। অতিরিক্ত মদ‌্যপান করলে সেই ব‌্যক্তিকে গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না। বিকল্প ব্যবস্থা করে তাঁদের বাড়ি পাঠানো হবে। তিনি গাড়ি ছেড়ে যেতে আপত্তি জানালে সেক্ষেত্রে চালক ভাড়া করে তাঁকে বাড়ি পাঠানো হবে। শহর-শহরতলির সমস্ত পানশালা এবং রেস্তরাঁকে এই মর্মে নোটিশ পাঠাচ্ছে হোটেল-রেস্তরাঁ সংগঠন।

ফি-বছর ক্রিসমাস থেকে নিউইয়ার, সপ্তাহব্যাপী পানশালা-রেস্তরাঁতে অন্যান্য বছরের তুলনায় ভিড় বেশি থাকে। উৎসবের এই দিনগুলিতে মদ্যপান চলতে থাকে। তবে অতিরিক্ত মদ‌্যপান করলে সেই ব‌্যক্তিকে আর গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেবে না রেস্তরাঁ কর্তৃপক্ষ। হোটেলে থাকা বেয়ারারা গাড়ি বা চালক ডেকে দেবেন। ইতিমধ্যেই গাড়ির চালক সরবরাহের জন‌্য অ‌্যাপ চালু করেছে এক বেসরকারি সংস্থা। তাদের মাধ‌্যমেই চালক ভাড়া করে ম‌দ‌্যপ ব‌্যক্তিকে নিজের গাড়ি দিয়ে ফেরত পাঠানো হবে। তার জন‌্য ওই ব‌্যক্তিকে মেটাতে হবে চালকের মজুরি, সঙ্গে তাঁর গন্তব্যে ফেরার খরচও।

আরও পড়ুন:অযোধ্যার রামমন্দিরে দত্তপুকুরের শিল্পীর কীর্তি, রামের মূর্তি তৈরি করে কামাল জামালউদ্দিনের!

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version