Thursday, November 6, 2025

দফতরে দলীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকের কারণে ডাউনটাউন উইলমিংটনের সদর দফতরে নৈশভোজে গিয়েছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। বাইরে দাঁড়িয়েছিল তাঁর কনভয়গুলি। তবে নৈশভোজ (Dinner) সেরে বাইরে বেরতেই মহা বিপত্তি। বাইডেন (Joe Biden) দেখেন তাঁর গাড়িটিকে অন্য একটি ধাক্কা মেরেছে। বাইডেনের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তবে তিনি আগেই গাড়িতে উঠে গিয়েছিলেন। তবে বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন দু’জনেই সুস্থ আছেন বলে খবর। কারও কোনও আঘাত লাগেনি।

সূত্রের খবর, একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়িটি তখন বাঁক নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে মার্কিন প্রেসিডেন্টের গাড়িটিকে ধাক্কা মারে গাড়ির চালক। সঙ্গে সঙ্গে ওই গাড়ির চালককে ঘিরে ফেলেন সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। গাড়ি থেকে নামানো হয় তাঁকে। এরপরই আত্মসমর্পণ করেন চালক। যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন মার্কিন প্রেসিডেন্ট তাঁর গাড়িটি থেকে ৪০ মিটার দূরত্বে ছিলেন। এরপরই তড়িঘড়ি একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় বাইডেনকে। সেই গাড়িটিও পার্ক করা ছিল বলে খবর। তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন। অন্যদিকে, হোয়াইট হাউস সূত্রে খবর, দুর্ঘটনার সময় ডাউনটাউন উইলমিংটনের সদর দফতর থেকে নৈশভোজ সেরে বেরোচ্ছিলেন বাইডেন। দলীয় নেতাদের সঙ্গে নৈশভোজ সারেন তিনি। সদর দফতর বেরনোর পর দেখেন তাঁর গাড়িটিকে ধাক্কা দিয়েছে অন্য একটি গাড়ি।

 

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version