Tuesday, August 26, 2025

বিশ্বজুড়ে ফের বাড়ছে কোভিড আতঙ্ক। গত এক সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। শুধু তাই নয় ভারতের কেরল রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর হদিশ পাওয়া গিয়েছে। তামিলনাড়ুতেও করোনা আক্রান্ত হয়েছে ৮ জন। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। গত ১ সপ্তাহে ৫৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে নাগরিক এবং ভ্রমণকারীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সেখানকার সরকার।

সিঙ্গাপুর সরকারের রিপোর্ট অনুযায়ী চলতি মাসের ৩ থেকে ৯ তারিখের মধ্যে সেখানে ৫৬,০৪৩ টি কেভিড -১৯ কেস রেকর্ড করা হয়েছে। তার আগের সপ্তাহে ৩২, ০৩৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিকে চিনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, চিনের মূল ভূখন্ডে প্রায় এক মাসের মধ্যে কোভিড-১৯ সাবভেরিয়েন্ট জেএন.১ সংক্রামিত হওয়ার সাতটি উপসর্গবিহীন কেস শনাক্ত করা হয়েছে, ১০ ডিসেম্বর পর্যন্ত অন্তত ৪০টি দেশ সাবভেরিয়েন্টের রিপোর্ট করেছে। বেজিং-ভিত্তিক ইমিউনোলজিস্টের মতে, ভাইরাসের কোনো সীমানা নেই বলে জেএন.১ ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ভালো অবস্থায় নেই আমেরিকাও। সেখানে ২৩,৪৩২ জন করোনা সঙ্ক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, কোভিড আক্রান্ত হয়ে সেখানে হাসপাতালে ভর্তির সংখ্যা ২০০ শতাংশ এবং ফ্লুতে ৫১ শতাংশ বেড়েছে।

ভারতে, ইন্ডিয়ান সার্স-কভ-২জিনোমিক্স কনসোর্টিয়াম এর রিপোর্ট বলছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে ছড়িয়ে পড়া কোভিড-১৯-এর উপ-ভেরিয়েন্ট জেএন.১-এ আক্রান্ত হয়েছেন কেরালায় এক ব্যক্তি। এবং গত শনিবার কোভিড আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে কেরলে। রিপোর্ট বলছে, কেরালায় প্রতিদিনের কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। শনিবার ৩০২ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে এবং মোট সক্রিয় সংক্রমিতের সংখ্যা ১,৫২৩ এ পৌঁছেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে সতর্কবার্তা জারি করেছে কেরলের স্বাস্থ্যদফতর। স্বাস্থ্য আধিকারিকদের মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালগুলিকে আইসিইউ শয্যা বরাদ্দ করতে বলা হয়েছে এবং অক্সিজেন ও ওষুধের প্রাপ্যতা পরীক্ষা করতে বলা হয়েছে। তবে এখনই আন্তরাজ্য চলাচলে কোনওরকম বিধি নিষেধ জারি করতে রাজি নয় কেরল সরকার।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version