ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভপ্রকাশ আদিবাসী সমাজের। ডুয়ার্সের আদিবাসী এলাকায় ঢুকতে দেওয়া হবে না ‘গদ্দার’ শুভেন্দু অধিকারীকে। আদিসমাজকে বার বার অপমান, আদিবাসী নেতা-নেত্রীদের কটুক্তি করেছেন শুভেন্দু, তাঁর এই আচরণের প্রতিবাদে নেমে এবার আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা সাফ জানিয়ে দিলেন ডুয়ার্সে ঢুকতে দেওয়া হবে না ‘গদ্দারকে’!
সোমবার ডুয়ার্সের মালবাজার বাস স্ট্যান্ড-এ একটি প্রতিবাদ সভা করে অদিবাসী সংগঠন। তীর, ধনুক, বর্শা নিয়ে প্রতিবাদে সামিল হন।