Monday, November 17, 2025

গণতন্ত্রের প্রসহন, জনতাই ওদের সাসপেন্ড করবে: বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা

Date:

বেনজির। একই দিনে একের পর এক লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড বিরোধীদলের মোট ৭৮ জন সাংসদ। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বলেন, ওরা সব বিরোধীদের সাসপেন্ড করছে। জনতাই ওদের সাসপেন্ড করবে। তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গণতন্ত্রের নামে প্রহসন চলছে’’। সাংসদ হানার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চাওয়ায় একই দিনে লোকসভা আর রাজ্যসভা মিলে তৃণমূলের ১৬ সাংসদকে সাসপেন্ড করা হয়। এখনও পর্যন্ত এই অধিবেশনে ৯২জনকে বিরোধী সাংসদ সাসপেন্ডেড।

সাংসদ হানার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চায় বিরোধীরা। সব আলোচনা ও বিল পাশ সরিয়ে রেখে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করায় তৃণমূলের বর্ষীয়ান সাংসদ-সহ ৯ জনকে লোকসভা থেকে ও সাতজনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। লোকসভা থেকে মোট ৩৩জন বিরোধীদলের সাংসদকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। আর রাজ্যসভা থেকে সাসপেন্ড হন মোট ৪৫জন বিরোধী সাংসদ। লোকসভার অধিবেশনে অন্য সব বিষয়ে সরিয়ে রেখে, বিল পেশ না করে সংসদ হানার বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আওয়াজ তোলেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভাতেও একই দাবিতে সরব হন তৃণমূলের সংসদরা। কিন্তু সেই দাবিতে কান না দিয়ে বিল পেশে মেতে ওঠে কেন্দ্রের শাসকদল। সেই সময় সংসদীয় বৈঠকে ছিলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। এই খবর কানে যেতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, ‘‘যা ঘটছে, তা কাঙ্খিত নয়। স্বৈরতন্ত্র চলছে। একনায়কতন্ত্র চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ তাঁর কথায়, এভাবে চললে কীভাবে সংসদে বিরোধীরা আওয়াজ তুলবে। এটা গণতন্ত্রের নামে প্রহসন চলছে। এরপরেই তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ’’আমি ভাগ্যবান যে, আমি সাংসদ নই এখন।’’

বৈঠক সেরে বেরোনোর সময় সাংবাদিকরা তৃণমূল সভানেত্রীকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, ’’এ তো দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা। ওরা সবাইকে সাসপেন্ড করছে। জনতাই এবার ওদের সাসপেন্ড করবে।’’

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version