Saturday, May 3, 2025

ফের একবার আদালত অবমাননার অভিযোগের মুখে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলিপুরদুয়ার মহিলা সমবায় মামলার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভপ্রকাশ করেন। আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা রাজ্যকে সরকারের মঙ্গলবারের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।আলিপুরদুয়ার মহিলা সমবায় মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু ৩ বছর ধরে তদন্ত করেও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। মামলার তদন্তভার হাতে নেওয়ার মাস খানেকেরও বেশি সময় পর সিবিআই আদালতকে জানায় তদন্তে কোনও প্রকার সহযোগিতা করছে না সিআইডি। এমনকী নথিও হস্তান্তর করা হয়নি।

এরপরই ক্ষুব্ধ বিচারপতি রাজ্যের ১০ জন পুলিশ আধিকারিককে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেন। আদালতে সিবিআই জানিয়েছিল, মামলার চাপে এই দুর্নীতির তদন্ত করা তাদের পক্ষে একটু মুশকিলের। সেকথা শুনে মুখ্যসচিবকে সিবিআই আধিকারিকদের যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল আদালত।গত ৭ ডিসেম্বর আদালতে সিবিআই জানায়, আদালতের নির্দেশ মেনে তাদের থাকার কোনও ব্যবস্থাই করেনি রাজ্য প্রশাসন। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি সোমবার বলেন, আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে মুখ্য সচিবকে। মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে হলফনামা জমা দিতে হবে তাঁকে।

 

 

Related articles

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...
Exit mobile version