Tuesday, November 4, 2025

রাজ্যের মুখ্যসচিবের কাছে হ.লফনামা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

ফের একবার আদালত অবমাননার অভিযোগের মুখে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলিপুরদুয়ার মহিলা সমবায় মামলার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভপ্রকাশ করেন। আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা রাজ্যকে সরকারের মঙ্গলবারের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।আলিপুরদুয়ার মহিলা সমবায় মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু ৩ বছর ধরে তদন্ত করেও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। মামলার তদন্তভার হাতে নেওয়ার মাস খানেকেরও বেশি সময় পর সিবিআই আদালতকে জানায় তদন্তে কোনও প্রকার সহযোগিতা করছে না সিআইডি। এমনকী নথিও হস্তান্তর করা হয়নি।

এরপরই ক্ষুব্ধ বিচারপতি রাজ্যের ১০ জন পুলিশ আধিকারিককে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেন। আদালতে সিবিআই জানিয়েছিল, মামলার চাপে এই দুর্নীতির তদন্ত করা তাদের পক্ষে একটু মুশকিলের। সেকথা শুনে মুখ্যসচিবকে সিবিআই আধিকারিকদের যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল আদালত।গত ৭ ডিসেম্বর আদালতে সিবিআই জানায়, আদালতের নির্দেশ মেনে তাদের থাকার কোনও ব্যবস্থাই করেনি রাজ্য প্রশাসন। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি সোমবার বলেন, আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে মুখ্য সচিবকে। মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে হলফনামা জমা দিতে হবে তাঁকে।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version