Wednesday, August 20, 2025

ইডেন গার্ডেন্সে CAB কর্মীর ছেলের ঝু.লন্ত দে.হ উদ্ধার, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ক্রিকেটের নন্দনকাননে বড়সড় দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার ইডেন গার্ডন্সের (Eden Gardens) গ্যালারিতে (Gallery) উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। এদিন সকালে ইডেন গার্ডন্সের কে ব্লক থেকে ওই যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপর ইডেনের এক কর্মী সকাল সাড়ে ৭টা নাগাদ খবর দেয় পুলিশকে। পরে ময়দান থানার পুলিশ (Maidan Police) ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক (২১)। ওই যুবক ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। বাবা গণেশ চন্দ্র বারিক ইডেনেই গ্রাউন্ড স্টাফের কাজ করেন। তবে ওই যুবক আত্মহত্যা করল নাকি তাঁকে খুন করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সিএবি (CAB) সূত্রে খবর, মৃত যুবকের বাবা এবং কাকা তাদের কর্মী। তাঁদের সঙ্গেই ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন মৃত যুবক। তবে ওড়িশার ভদ্রকের বাসিন্দা ওই যুবক কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিবার তাদের জানিয়েছে যে, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ভুগছিলেন মানসিক অবসাদে। আর তাঁর জেরেই এমন সিদ্ধান্ত কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে ময়দান থানার পুলিশ জানিয়েছে, সোমবার সকালে তাঁদের কাছে ফোন আসে। জানানো হয়, ইডেনের গ্যালারির কে ব্লকে এক যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। এদিকে কয়েকদিন ধরে যুবকের খোঁজ না মেলায় পরিবারের তরফে রবিবারই ময়দান থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর সোমবারই উদ্ধার হয় ওই যুবকের দেহ।

 

 

 

Related articles

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...
Exit mobile version