Sunday, August 24, 2025

সরকারি আবাসন ছাড়ার নোটিশের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সাংসদ পদ খারিজের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু তার মধ্যেই দিল্লির বাংলো ছাড়ার নির্দেশ আসে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে। তারই বিরোধিতায় আদালতের দ্বারস্থ মহুয়া। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা।

গত ৮ ডিসেম্বর ক্যাশ ফর কোয়েরি মামলায় সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। এরপরই ১২ ডিসেম্বর ডিরেক্টরেট অফ এস্টেটের পক্ষ থেকে বাংলো ছাড়ার নোটিশ পান তিনি। ৭ জানুয়ারির মধ্যে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয় সেই নোটিশে।

সেই নোটিশেরই বিরোধিতা করে সোমবার দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ মহুয়া মৈত্র। আদালতে তাঁর আবেদনে বলা হয়েছে সাংসদ পদ খারিজের বিষয়টি এখনও বিচারাধীন। সর্বোচ্চ আদালত তাঁর মামলা গ্রহণ করেছে। অন্যদিকে সরকারি বাংলোতে তিনি কোনও অনৈতিকভাবে থাকেন না। সাংসদ পদ খারিজের মামলার বিচার চলাকালীন তাহলে কীভাবে তাঁকে বাংলো থেকে উৎখাত করা হতে পারে।

মহুয়া মৈত্রর বহিষ্কারের পর তৃণমূল সাংসদের জন্য একজোট হয়ে প্রতিবাদ করে লোকসভার সব বিরোধী দল। কেন্দ্র সরকারের অনৈতিক আচরণের শিকার মহুয়া, দাবি করে বিরোধী দলের সাংসদ-নেতারা। বাংলো ছাড়ার ক্ষেত্রেও একইভাবে অনৈতিক আচরণের দাবি মহুয়া মৈত্রর।

আরও পড়ুন- বিদেশীদের ট্যুরিজিম ডেস্টিনেশন এখন বাংলা: ক্রিসমাস কার্নিভালের দিন ঘোষণা করে জানালেন ইন্দ্রনীল

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version