Wednesday, August 27, 2025

মিগজাউমের ধাক্কা কাটিয়ে উঠতেই ফের বন্যা তামিলনাড়ুতে! পরিস্থিতি সামলাতে বদ্ধপরিকর সরকার

Date:

কিছুদিন আগেই ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল তামিলনাড়ু (Tamil Nadu)। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের বড় বিপর্যয়। লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তামিলনাড়ুতে। জানা গিয়েছে, রবিবার থেকে দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টির (Heavy Rain) কারণে বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি বৃষ্টিতে স্তব্ধ প্রায় গোটা রাজ্যের স্বাভাবিক জীবনযাপন। সোমবার সকালেও মুষলধারে বৃষ্টি জারি রয়েছে। আর সেকারণেই ক্ষতিগ্রস্ত চার জেলায় সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাঙ্কের পাশাপাশি সরকারি-বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান এদিন বন্ধ থাকবে বলে খবর।

এদিন সকালে মৌসম ভবন জানিয়েছে, সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কমোরিন এলাকায় ফের চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণিঝড়। যে কোনও সময়ে তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর সেকারণেই দক্ষিণের অধিকাংশ জেলাই এখন হাঁটুজল বা কোমর-জলের নীচে। এদিকে জল নিয়ন্ত্রণে আনতে জেলাশাসকদের বাঁধগুলিতে জলের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য তিনি বেশ কয়েকজন মন্ত্রী এবং সিনিয়র আমলাদের মোতায়েন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ কেন্দ্র এবং নৌকা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সবসময় কড়া নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে ৪ হাজারেরও বেশি পুলিশ।

এদিকে তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। সঙ্গে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ৪ হাজার পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে। মৎস্যজীবীদের এই দুর্যোগের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতির জেরে তুতিকোরিনগামী বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলি বাতিলও হয়েছে বলে খবর। এছাড়াও তিরুনেলভেলি থেকে আসা বন্দে ভারত ট্রেন-সহ মোট সতেরোটি ট্রেন আংশিক বা পুরোপুরি বাতিল করা হয়েছে।

 

 

 

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version