Thursday, August 28, 2025

দেশের ১০০ স্নাতকের মধ্যে বেকার ১৩জন! বলছে জাতীয় সমীক্ষা

Date:

দেশের যুবসমাজের হাতে প্রচুর কাজ, কেন্দ্র সরকারের এই দাবির বিপরীত ছবি দেখাচ্ছে খোদ কেন্দ্র সরকারের পরিসংখ্যান। সম্প্রতি পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রক প্রকাশিত তথ্যই দেখাচ্ছে দেশে প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে ১৩ জনের বেশি বেকার। গত বছরের থেকে সংখ্যায় কমলেও সেই কমার হার ১০০ জনে মাত্র ১জন।

ক্ষমতায় আসার আগে এবং পরে কেন্দ্রের নেতা ও মন্ত্রীরা বারবার দাবি করেছেন বছরে ২ কোটি চাকরি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের পিরিওডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী শিক্ষিত এবং সাধারণ – দুই কর্মসংস্থানের ক্ষেত্রেই বড়সড় ঘাটতি দেখা যাচ্ছে। ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত স্নাতক পাশ বেকারত্বরের হার ১৩.৪ শতাংশ, এক বছর আগে যা ছিল ১৪.৯ শতাংশ।

দেশের বড় রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বত্রই স্নাতক পাশ যুবসমাজের মধ্যে বেকারত্বের প্রবণতা স্পষ্ট। এক্ষেত্রে সব থেকে এগিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে এই শ্রেণির মধ্যে বেকারত্বের হার ৩৩ শতাংশ। রাজ্যগুলির মধ্যে এগিয়ে অন্ধ্রপ্রদেশ, যেখানে বেকারত্বের হার ২৪ শতাংশ। অন্যদিকে এই শ্রেণির মধ্যে বেকারত্বের হার সবথেকে কম চণ্ডিগড়ে, ৫.৬ শতাংশ। রাজধানী দিল্লিতেও এই হার যথেষ্ট কম, ৫.৭ শতাংশ। তবে সামগ্রিকভাবে শিক্ষিত যুবসম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার আদৌ কেন্দ্র সরকারের কর্মসংস্থানের বিজ্ঞাপনের কতটা সমর্থন করে তা নিয়ে সন্দেহ থাকছেই।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version