Friday, November 14, 2025

দেশের ১০০ স্নাতকের মধ্যে বেকার ১৩জন! বলছে জাতীয় সমীক্ষা

Date:

দেশের যুবসমাজের হাতে প্রচুর কাজ, কেন্দ্র সরকারের এই দাবির বিপরীত ছবি দেখাচ্ছে খোদ কেন্দ্র সরকারের পরিসংখ্যান। সম্প্রতি পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রক প্রকাশিত তথ্যই দেখাচ্ছে দেশে প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে ১৩ জনের বেশি বেকার। গত বছরের থেকে সংখ্যায় কমলেও সেই কমার হার ১০০ জনে মাত্র ১জন।

ক্ষমতায় আসার আগে এবং পরে কেন্দ্রের নেতা ও মন্ত্রীরা বারবার দাবি করেছেন বছরে ২ কোটি চাকরি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের পিরিওডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী শিক্ষিত এবং সাধারণ – দুই কর্মসংস্থানের ক্ষেত্রেই বড়সড় ঘাটতি দেখা যাচ্ছে। ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত স্নাতক পাশ বেকারত্বরের হার ১৩.৪ শতাংশ, এক বছর আগে যা ছিল ১৪.৯ শতাংশ।

দেশের বড় রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বত্রই স্নাতক পাশ যুবসমাজের মধ্যে বেকারত্বের প্রবণতা স্পষ্ট। এক্ষেত্রে সব থেকে এগিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে এই শ্রেণির মধ্যে বেকারত্বের হার ৩৩ শতাংশ। রাজ্যগুলির মধ্যে এগিয়ে অন্ধ্রপ্রদেশ, যেখানে বেকারত্বের হার ২৪ শতাংশ। অন্যদিকে এই শ্রেণির মধ্যে বেকারত্বের হার সবথেকে কম চণ্ডিগড়ে, ৫.৬ শতাংশ। রাজধানী দিল্লিতেও এই হার যথেষ্ট কম, ৫.৭ শতাংশ। তবে সামগ্রিকভাবে শিক্ষিত যুবসম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার আদৌ কেন্দ্র সরকারের কর্মসংস্থানের বিজ্ঞাপনের কতটা সমর্থন করে তা নিয়ে সন্দেহ থাকছেই।

Related articles

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...
Exit mobile version