Monday, November 10, 2025

চলছে ২০২৪ আইপিএল-এর নিলাম, এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার গেলো কোন দলে

Date:

আজ দুবাইয়ে চলছে আইপিএল ২০২৪-এর মেগা নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করছে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠছে। নিলামে সর্বোচ্চ রেকর্ড অর্থে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কেনে তারা। অপরদিকে বিশ্বকাপজয়ী অধিনায়ক প‍্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবাদ।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন দলে গেলন

চার কোটি টাকায় হ‍্যারি ব্রুককে কেনে দিল্লি ক‍্যাপিটালস। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্র‍্যাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ের পর ৬ কোটি ৮০ লাখে কিনল তারা। বিশ্বকাপ মাতানো ক্রিকেটার রচিন রবীন্দ্রকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় কেনে চেন্নাই সুপার কিংস। ৪ কোটি টাকায় চেন্নাই ফিরলেন শার্দুল ঠাকুর। বেঙ্গালুরু থেকে পাঞ্জাবে গেলেন হর্ষল প‍্যাটেল। ১১ কোটি ৭৫ লাখে প্রীতি জিন্টার দল কেনে তাঁকে। ১৪ কোটি টাকায় চেন্নাইয়ে ড‍্যারিল মিচেল। কেএস ভরতকে ৫০ লাখে কিনে কলকাতা। চেতন সাকারিয়াকে ৫০ লাখে কেনে কলকাতা। আলজারি জোসেফকে ১১ কোটি ৫০ লক্ষ‍ টাকায় কেনে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোর। কলকাতার প্রাক্তন ক্রিকেটার উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লাখে কিনল গুজরাত। শিভম মাভিকে ৬ কোটি ৪০ লাখ টাকায় কেনে লখনৌ সুপার জায়েন্ট। শাহরুখ খানকে ৭ কোটি ৪০ লাখে গুজরাত টাইটান্স কেনে। বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। ২ কোটি টাকায় নিল তারা।

এরা বিক্রি হলেও, এখনও অবিক্রিত বেশ কিছু ক্রিকেটার। তাদের মধ‍্যে রয়েছেন করুন নায়ার, স্টিভ স্মিথ, ইংলিস, শ্রীলঙ্কার কুশল মেন্ডিশ, হোসেন, তাবরেইজ শামসি, মুজিব উর রহমান, বাংলার ঈশান পোড়েল। তবে এদের কাছে ফের একবার আসবে সুযোগ। আইপিএলের প্রথম রাউন্ডে যে সব ক্রিকেটারদের কোনও দল কিনবে না, তাঁদেরও সুযোগ থাকবে পরের রাউন্ডে বিক্রি হওয়ার। কারণ, শেষ বেলায় সেই ক্রিকেটারদের নাম আরও এক বার ডাকা হবে। তখন কোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে তাঁদের মধ্যে কাউকে কিনতে পারে।

আরও পড়ুন:আইপিএল ২০২৪ নিলাম, রেকর্ড অর্থে কলকাতায় মিচেল স্টার্ক

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version