Monday, May 5, 2025

আইপিএল-এ দুরন্ত কামব‍্যাক হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্কের। দীর্ঘদিন বাদে আইপিএল-এ ফিরলেন তিনি। আর ফিরতেই নিলামে রেকর্ড অর্থ পেলেন স্টার্ক। বিশ্বজয়ী স্টার্ককে পেতে আইপিএল নিলামের সব ইতিহাস ভেঙে দিল কলকাতা। ২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কিনল তারা। যা আইপিএল-এর নিলামে ইতিহাস। স্টার্কের পরই রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবাদ।

এদিন দুবাইে আইপিএল-এর নিলামে স্টার্ককে নিতে আসরে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক‍্যাপিটালস, গুজরাত টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। স্টার্কের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। আর এরপর স্টার্কের জন‍্য একের এক বিড তোলে মুম্বই-দিল্লি-গুজরাত-কলকাতা। শেষমেশ স্টার্ককে পেতে সফল হয় কলকাতা। গুজরাত শেষ পর্যন্ত লড়াই করেও হাল ছেড়ে দিল। স্টার্ককে নিতেই গম্ভীরের মুখে হাসি। আইপিএলে দীর্ঘদিন পর ফিরলেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক। স্টার্কের লাইন-লেন্থ এবং গতি তাঁকে ২০২৪ আইপিএল নিলামের অন্যতম প্রধান আকর্ষণ করে তুলেছে।

অপরদিকে বিশ্বকাপজয়ী অধিনায়ক প‍্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নিলামে যে কামিন্স দর পাবেন তা আগে থেকেই বোঝা গিয়েছিল। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। প্রথমে কামিন্সকে নিতে ঝাঁপায় চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে লড়াই শুরু হয় মুম্বই ইন্ডিয়ান্সের। তারপর আসরে নামে আরসিবি। শেষমেশ হায়দরাবাদ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনে নেয়।

আরও পড়ুন:আজ প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version