Sunday, August 24, 2025

আর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর অশোকা হোটেলে শুরু হচ্ছে I.N.D.I.A. জোটের চতুর্থ বৈঠক। তার আগে মঙ্গলবার দুপুরে পুত্র আদিত্যকে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে গেলে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব ঠাকরে (Uddhab Thakre)। সূত্রের খবর বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে একান্তে আলোচনা হয়। এরপর বাংলোর গেট পর্যন্ত দিয়ে তাঁদের বিদায় জানান স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাসি মুখে আদিত্যের সঙ্গে কথা বলতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। এরপরেই অভিষেককে সঙ্গে নিয়ে অশোকা হোটেলে রওনা হন তৃণমূল (TMC) সভানেত্রী।

সংসদে গণতন্ত্রকে বুলডোজ করছে মোদি সরকার। মঙ্গলবারও তৃণমূল-সহ ৪৯জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। প্রতিবাদে একজোট হয়ে সংসদের বাইরে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করছে I.N.D.I.A. জোটের সাংসদরা। এই পরিস্থিতিতেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে জোটের চতুর্থ বৈঠক। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে কোমর বেঁধেছে বিরোধীরা। এদিনের বৈঠকে বড় আলোচ্য বিষয় হতে পারে সংসদে ১৪১জন বিরোধীদলের সাংসদের সাসপেনশন। একই সঙ্গে এর প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে প্রচারের স্লোগান নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।

এর পাশাপাশি এই বৈঠকে আসন সমঝোতা নিয়েও আলোচনার কথা। এদিনের বৈঠকে সেই বিষয়টি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। সাসপেনশন ইস্যুতে সংসদের বাইরে বিরোধী জোটের ঐক্যের যে ছবি দেখা যাচ্ছে বৈঠকে আসনরফার ক্ষেত্রে তা কতটা বজায় থাকে সেদিকেই নজর সবার।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version