Thursday, December 4, 2025

সংসদের বাইরে ধর্না কর্মসূচিতে ধনকড়কে ‘নকল’ করে কটাক্ষ কল্যাণের! ভিডিও করলেন রাহুল

Date:

Share post:

সংসদের সিঁড়িতেই জগদীপ ধনকড়কে কটাক্ষ করে নকল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়! দেখে হেসে ফেললেন অন্যান্যরা। মুহূর্ত মোবাইল ফোনে রেকর্ড করলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সংসদে গণতন্ত্রের কণ্ঠরোধ। শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা থেকে বিরোধীদলের ১৪১ সাংসদকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে। সোমবারের পরে মঙ্গলবারও লোকসভা থেকে সাসপেন্ড ৪৯জন বিরোধীদলের সাংসদ। এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে সংসদের সিঁড়িতে ধর্না-অবস্থান করেন বিরোধী সাংসদরা। রীতিমতো মক পার্লামেন্ট বসানো হয়। ধর্নায় কটাক্ষ করে সাংসদের উপস্থিতিতে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বেশ কিছু অঙ্গভঙ্গি করেন যার পুরোটাই ভিডিও রেকর্ড করেন রাহুল গান্ধী। কল্যাণের অঙ্গভঙ্গি দেখে অনেকেরই দাবি, তিনি রাজ্যসভার চেয়ারম্যানের শরীরী ভাষা নকল করছিলেন। ভিডিওয় দেখা যাচ্ছে, জগদীপ ধনকড়  সদনের  মধ্যে বিরোধী সংসদের উদ্দেশ্যে যেভাবে অঙ্গভঙ্গি করেন এবং কথা বলেন অবিকল সেইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। তৃণমূল সাংসদের সেই অঙ্গভঙ্গির ভিডিও করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিজেপি সূত্রে খবর, বিষয়টি নিয়ে বেজায় চটেছেন ধনকড়। পাল্টা তৃণমূল সূত্রে খবর, কল্যাণ তো কারও নাম করেনি, তাহলে ওনার গায়ে এতো লাগছে কেন! কল্যাণ প্রশ্ন তোলেন, রাজ্যসভার ভিতরে কী হচ্ছে?

বেনজির ভাবে সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদলের ১৪১ সাংসদ সাসপেন্ড। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সংসদের বাইরে সাসপেন্ড হওয়া সাংসদরা সিঁড়িতে বসে ও পরে গান্ধীমূর্তির সামনে ধর্না দেন। সেখানেই তৃণমল সাংসদ কল্যাণ (Kalyan Banerjee) অঙ্গভঙ্গি করে জগদীপ ধনকড়কে নকল করেন বলে খবর। তাঁকে দেখে হেসে গড়িয়ে পড়েন অন্যান্য বিরোধীদলের সাংসদরা। সেখানে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মতো বর্ষীয়ান নেতারাও। পকেট থেকে মোবাইল ফোন বের করে পুরো ঘটনার  রেকর্ডিং করেন রাহুল গান্ধী। ভিডিওতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “আমার মেরুদণ্ড সোজা, আমি খুব লম্বা”

রাজ্যপাল থাকাকালীন বাংলার শাসকদলের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত ছুটেছেন ধনকড়। তাঁর জমানায় বঙ্গ বিজেপির প্রধান কার্যালয় হয়ে যায় রাজভবন। রাজ্যসভা গিয়েও তৃণমূল-সহ বিরোধীদলের সাংসদদের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবহারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আর এবার সংসদের অতীতের সব রেকর্ড ভেঙে এক অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে ১৪১জন বিরোধীদলের সাংসদকে। এতে চরম ক্ষুব্ধ বিজেপি বিরোধীদলগুলি। সংসদে বিরোধী কণ্ঠস্বর আটকাতেই এইভাবে বুলডোজ করা হয়েছে বলে অভিযোগ তাদের।

 

এদিকে কল্যাণের নকল করায় বেজায় চটেছেন জগদীপ ধনকড়। রাজ্যসভায় নিজের আসন থেকেই এই নিয়ে মন্তব্য করেন তিনি। জানান, সংবাদমাধ্যমে তিনি দেখেছেন। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সব কিছুর একটা লিমিট থাকা উচিত। একজন সিনিয়র সাংসদ মিমিক্রি করছেন এবং অপর একজন সেটির ভিডিও করছেন, এটি দুর্ভাগ্যজনক। এর উত্তরে কল্যাণের পাল্টা মন্তব্য তিনি কারও নাম করেনি। তাহলে ধনকড়ের গায়ে লাগছে কেন! এগুলি ‘ভেগ’ কথাবার্তা। তৃণমূল সাংসদ জানান, তিনি রাজ্যসভার চেয়ারম্যান ও তাঁর পদকে সম্মান করেন।  উল্টে কল্যাণ প্রশ্ন তোলেন রাজ্যসভার অন্দরে কী হচ্ছে- তা নিয়ে।

spot_img

Related articles

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...