Monday, August 25, 2025

বাম সরকারের সঙ্গে আরও বাড়ল দূরত্ব! রাজ্যপালের বিরুদ্ধে বি.ক্ষোভের পথেই হাঁটল SFI

Date:

সময় যত গড়াচ্ছে ততই রাজ্য ও সরকারের বিরোধ আরও প্রকট হচ্ছে। কেরলের (Kerala) রাজ্যপাল (Governor) আরিফ মহম্মদ খান (Arif Md Khan) ও বাম সরকারের (Left Government) সংঘাত আরও চরমে পৌঁছল। এবার রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। সূত্রের খবর, কেরালা ও কালিকট বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপালের মনোনীত লোককে সেনেটে নিয়োগ নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarai Vijayan) অভিযোগ, সঙ্ঘ পরিবারের লোকজন দিয়ে সেনেট ভরে দিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। আর তার বিরুদ্ধে এবার বিক্ষোভের রাস্তা বেছে নিল বাম ছাত্র সংগঠন।

মুখ্যমন্ত্রী বিজয়নের অভিযোগ, একের পর এক উস্কানিমূলক কাজ করে কেরলে অশান্তির পরিবেশ তৈরি করছেন রাজ্যপাল। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, সঙ্ঘ পরিবারের নির্দেশ মেনে রাজ্যপাল রাজ্যের নির্বাচিত সরকারের উল্টোপথে হাঁটছেন। এর পাল্টা হিসাবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিজয়নকে খুনি এবং মস্তান বলে অভিহিত করে বলেন, নিজের অধিকার প্রয়োগের ক্ষেত্রে তিনি কিছুতেই মাথানত করবেন না। মুখ্যমন্ত্রীর চোখরাঙ্গানিতে ভয়ও পাবেন না।

পাশাপাশি এসএফআই-কেও (SFI) একহাত নিয়ে রাজ্যপাল বলেন, সেনেটে যদি সিপিএমের লোকদের নিয়ে নিতাম, তাহলে বিজয়ন কোনও কথাই বলতেন না। অশান্তিও হত না। রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার সূত্রপাত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version