Saturday, January 10, 2026

গণতন্ত্রকে বুলডোজ করে ‘একনায়কতন্ত্রে’ মগ্ন মোদি! বিরোধী শূন্য সংসদের বার্তা

Date:

Share post:

মাত্র ৩ দিনে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে গণতন্ত্রকে ‘মস্করা’য় পরিণত করেছে মোদি সরকার। কার্যত বিরোধী শূন্য সংসদে ভবনে বিনা আলোচনায় একতরফাভাবে পাশ হচ্ছে একের পর এক বিল। গণতন্ত্রকে ছেলে খেলায় পরিণত করার পর এবার ‘একনায়কতন্ত্রের’ লক্ষ্যে মোদি। মঙ্গলবার সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিলেন, আসন্ন লোকসভা নির্বাচন বিরোধী শূন্য করার।

সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা চেয়ে গত ৩ দিনে লোকসভা ও রাজ্যসভা মিলে ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সেই বৈঠকে বিরোধী দলের সাংসদদের নিশানায় নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কিছু কিছু দল ইতিবাচক কাজ করবে না বলে বদ্ধপরিকর। এই সাংসদরা সংসদে ফিরতে চান না।” এর পরই বিরোধীদের বার্তা দিয়ে মোদি বলেন, “বিরোধীদের আচরণ যদি এমন হয় সেক্ষেত্রে পরবর্তী লোকসভা নির্বাচনে এই সংখ্যক সাংসদও নির্বাচিত হবেন না।” অর্থাৎ এদিন সংসদীয় বৈঠকে মোদির বার্তায় স্পষ্ট যে, যেনতেন প্রকারেণ আগামী লোকসভা নির্বাচন বিরোধী শূন্য করাই মোদির লক্ষ্য।

এর পাশাপাশি এত সংখ্যক সাংসদ সাসপেন্ডের ঘটনায় এদিন বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলে মোদি বলেন, ‘বিরোধীদের মূল লক্ষ্য হল সংবিধান এবং সংসদীয় ক্ষমতার অপব্যবহার করা। এটা খুবই দুঃখজনক বিষয়। তবে দল হিসেবে বিজেপি ইতিবাচক কাজ চালিয়ে যাবে। সংবিধান এবং সংসদীয় নিয়মকানুন, নিষেধাজ্ঞা মেনে চলবে বিজেপি। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা তা সম্মান করে কাজ চালিয়ে যাব।’ পাশাপাশি, সংসদের অধিবেশন কক্ষে সাগর-মনোরঞ্জনদের ঝাঁপ নিয়েও নাকি মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের উচিত ছিল এই ঘটনার নিন্দা জানানো। তবে সাম্প্রতিক নির্বাচনে হারা দলের ভাষায় মনে হচ্ছে তারা এই ঘটনাকে সমর্থন করছে। এই মনোভাব সেই ঘটনার থেকেও ভয়ানক।’

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...