Saturday, May 17, 2025

বিরোধীদের কণ্ঠরোধ অব্যাহত! গুরুতর বিষয়ে আলোচনা চেয়ে বুধেও সাসপেন্ড আরও ২ সাংসদ

Date:

Share post:

বিরোধীদের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে বুলডোজ করার প্রক্রিয়া চলছেই সংসদে। লাগাতার তৃতীয়দিনও লোকসভা থেকে সাসপেন্ড করা হল বিরোধীদলের ২ সাংসদকে। কার্যত বিরোধী শূন্য কক্ষে অধিবেশন চালাচ্ছে মোদি সরকার। এই নিয়ে গত চারদিন সংসদের (Parliament) ২কক্ষ মিলিয়ে মোট ১৪৩জন সাংসদকে সাসপেন্ড করা হল।

সংসদ (Parliament) হানার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চাইলেই বিরোধীদের সাসপেন্ড করা হচ্ছে সংসদ থেকে। বিরোধীশূন্য সংসদে একের পর এক জনবিরোধী বিল পাশ করাচ্ছে কেন্দ্র। বুধবারও তার ব্যতিক্রম হল না। লোকসভা (Loksabha) থেকে বহিষ্কৃত হলেন ২ সাংসদ-সি থমাস ও এ এম আরিফ। শীতকালীন অধিবেশনের (Winter Session) বাকি দিন থেকে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

এদিন লোকসভায় রংবোমা হানার ঘটনায় নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন থমাস ও আরিফ। ওয়েলে নেমে প্রতিবাদ ও প্ল্যাকার্ড দেখান তাঁরা। এই ‘অপরাধে’ তাঁদের সাসপেন্ড করা হয়। সবমিলিয়ে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হলেন ১৪৩ জন বিরোধীদলের সাংসদ। সোম ও মঙ্গলবার মিলে সংসদের দুই কক্ষ থেকে রেকর্ড সংখ্যক বিরোধীদলের সাংসদকে সাসপেন্ড করা হয়। তৃণমূল, কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলেরই অধিকাংশ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তালিকায় এদিন আরও দুজনের নাম যোগ হল। চলতি অধিবেশনে শুধুমাত্র লোকসভা থেকেই বহিষ্কৃত হয়েছেন ৯৭ সাংসদ।

 

আরিফ জানান, সংসদে নিরাপত্তায় গাফিলতি প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি করাতেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে। দুই সাংসদকে সাসপেন্ড করার পরই লোকসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সংশোধিত ন্যায় সংহিতা নিয়ে বক্তৃতা দিলেও তাঁর অধীনে থাকা সংসদের নিরাপত্তা নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...