Sunday, December 21, 2025

বিরোধীদের কণ্ঠরোধ অব্যাহত! গুরুতর বিষয়ে আলোচনা চেয়ে বুধেও সাসপেন্ড আরও ২ সাংসদ

Date:

Share post:

বিরোধীদের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে বুলডোজ করার প্রক্রিয়া চলছেই সংসদে। লাগাতার তৃতীয়দিনও লোকসভা থেকে সাসপেন্ড করা হল বিরোধীদলের ২ সাংসদকে। কার্যত বিরোধী শূন্য কক্ষে অধিবেশন চালাচ্ছে মোদি সরকার। এই নিয়ে গত চারদিন সংসদের (Parliament) ২কক্ষ মিলিয়ে মোট ১৪৩জন সাংসদকে সাসপেন্ড করা হল।

সংসদ (Parliament) হানার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চাইলেই বিরোধীদের সাসপেন্ড করা হচ্ছে সংসদ থেকে। বিরোধীশূন্য সংসদে একের পর এক জনবিরোধী বিল পাশ করাচ্ছে কেন্দ্র। বুধবারও তার ব্যতিক্রম হল না। লোকসভা (Loksabha) থেকে বহিষ্কৃত হলেন ২ সাংসদ-সি থমাস ও এ এম আরিফ। শীতকালীন অধিবেশনের (Winter Session) বাকি দিন থেকে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

এদিন লোকসভায় রংবোমা হানার ঘটনায় নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন থমাস ও আরিফ। ওয়েলে নেমে প্রতিবাদ ও প্ল্যাকার্ড দেখান তাঁরা। এই ‘অপরাধে’ তাঁদের সাসপেন্ড করা হয়। সবমিলিয়ে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হলেন ১৪৩ জন বিরোধীদলের সাংসদ। সোম ও মঙ্গলবার মিলে সংসদের দুই কক্ষ থেকে রেকর্ড সংখ্যক বিরোধীদলের সাংসদকে সাসপেন্ড করা হয়। তৃণমূল, কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলেরই অধিকাংশ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তালিকায় এদিন আরও দুজনের নাম যোগ হল। চলতি অধিবেশনে শুধুমাত্র লোকসভা থেকেই বহিষ্কৃত হয়েছেন ৯৭ সাংসদ।

 

আরিফ জানান, সংসদে নিরাপত্তায় গাফিলতি প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি করাতেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে। দুই সাংসদকে সাসপেন্ড করার পরই লোকসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সংশোধিত ন্যায় সংহিতা নিয়ে বক্তৃতা দিলেও তাঁর অধীনে থাকা সংসদের নিরাপত্তা নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি।

spot_img

Related articles

ইউটিউবে ‘হুব্বা’ ঝড়, মাত্র ৮ দিনে বারো লক্ষ মানুষ দেখলেন ব্রাত্য বসুর ছবি!

ফ্রেন্ডস কমিউনিকেশন (Friends Communication) প্রযোজিত নাট্যকার- অভিনেতা- রাজনীতিবিদ ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালিত 'হুব্বা' (Hubba) ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ...

তারকা সমৃদ্ধ কলকাতা ম্যারাথনে নয়া রেকর্ড গুলভীরের, চ্যাম্পিয়ন জোশুয়া

শীতের কুয়াশা মাখা ভোরে জমজমাট কলকাতা ম্যারাথন(Kolkata 25K)।   টাটা  স্টিল ২৫কে উপলক্ষ্যে দৌড়াল কলকাতা, টানটান প্রতিযোগিতার সঙ্গে আনন্দ...

বাংলাদেশ অশান্তিতে ভারতের প্রথম প্রতিক্রিয়া! চট্রগ্রামে বন্ধ ভারতীয় ভিসার কাজ

বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। একের পর এক দেশ কার্যত নতিস্বীকার করে নিহত ওসমান হাদির প্রতি শ্রদ্ধা...

ছ’মাসের মধ্যে ফের বাড়ছে ট্রেনের ভাড়া! বড় ধাক্কা যাত্রীদের

ছ'মাসের মধ্যেই ফের টিকিটের দাম বাড়াচ্ছে ভারতীয় রেল! বছরের শেষে ট্রেনের যাত্রীদের জন্য বড় ধাক্কা। নন এসি কোচে...