Monday, August 25, 2025

কোনওরকম ‘গা.ফিলতি’ বরদাস্ত নয়! সেট পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা কমিশনের

Date:

নতুন বছরের ফেব্রুয়ারি (February) মাসেই প্রকাশিত হবে সেটের (SET) ফলাফল। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে একথাই জানাল কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। সূত্রের খবর, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সেট পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। তবে চলতি বছর ওএমআর শিট (OMR Sheet) মূল্যায়ন নিয়ে বাড়তি সতর্ক কলেজ সার্ভিস কমিশন। আর সেকারণেই চলতি বছর মডেল আনসার (Model Answer) আপলোড করা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে টানা ১০ দিন ধরে ফিডব্যাক নেবে কলেজ সার্ভিস কমিশন। তারপর হবে চূড়ান্ত মূল্যায়ন। ইউজিসি-র (UGC) সমস্ত গাইডলাইন মেনেই অধ্যাপক নিয়োগের পরীক্ষার মূল্যায়ন হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

অধ্যাপক নিয়োগের জন্য প্রতিবছরই সেট পরীক্ষা নেয় কলেজ সার্ভিস কমিশন। গত ১৭ ডিসেম্বর ছিল পরীক্ষা। চলতি বছর অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ৭৯ হাজার রেজিস্ট্রেশন হয়, তবে এর মধ্যে ১৫ হাজার পরীক্ষা দেননি বলে খবর। এদিকে গত রবিবার পরীক্ষার পর ওএমআর শিট আসছে কলেজ সার্ভিস কমিশনের অফিসে। তবে কোনওভাবেই যাতে কোনও গাফিলতি না থাকে সেবিষয়ে কড়া কলেজ সার্ভিস কমিশন।

সূত্রের খবর, দ্রুত ‘মডেল আনসার কি’ ওয়েবসাইটে আপলোড হবে। এরপর  দশ দিন সময় থাকবে ফিডব্যাক দেওয়ার জন্য অর্থাৎ এর মধ্যে কেউ জানাতেই পারেন তাঁদের সমস্যার কথা। এরপর ‘বোর্ড অফ এক্সপার্ট’ সেটা পর্যালোচনা করে চূড়ান্ত মডেল অ্যানাসর কি ওয়েবসাইটে প্রকাশ করবে। তারপর ওএমআর-গুলো কম্পিউটারাইজড পদ্ধতিতে স্ক্যান করা হবে এবং চূড়ান্ত ফল ঘোষণা হবে।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version