Thursday, November 13, 2025

রাজনৈতিক সৌজন্য: পা কেমন আছে? দেখা হতেই মমতার সঙ্গে কুশল বিনিময় মোদির

Date:

রাজনৈতিক সৌজন্য দেখাতে কখনও কসুর করেননি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক ভাবে বিপরীত মেরুতে থাকা নেতৃত্বের সঙ্গেও তিনি সৌজন্য দেখিয়েছেন। বুধবার, তাঁকেও সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বাংলার বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সংসদ ভবনে যান বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা হতে মমতার পায়ের ব্যথা সম্পর্কে জানতে চান মোদি। জবাবে মুখ্যমন্ত্রী জানান, এখন পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। মোদি কেমন আছেন, জানতে চান মমতাও। নিজের দফতরও মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী।

সূত্রের খবর ওই কুশল বিনিময়ের পরেই বৈঠক শুরু হয়। যেখানে বাংলার প্রাপ্যর দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ অন্যান্য সাংসদরা। মিনিট পঁচিশেক বৈঠক চলে।

পঞ্চায়েত ভোটের প্রচারের সময় উত্তর থেকে ফেরার পথে হেলিকপ্টার বিপর্যয়ে পায়ে আঘাত পান তৃণমূল সভানেত্রী। এর পরে স্পেন সফরেও ওই পায়ে ফের চোট পান। ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেই থেকে এক মাসের বেশি সময় ধরে বাড়িতে থেকেই কাজ করেন মমতা। প্রশাসনিক কাজের পাশাপাশি দুর্গাপুজোর উদ্বোধনও ভার্চুয়াল মাধ্যমে করেন বাড়ি থেকেই। রেড রোডে কার্নিভালের দিন প্রথম বাড়ি থেকে বার হন। তার পর থেকে নিয়মিত কাজ, জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়নি। বুধবার মুখোমুখি দেখা হতেই মমতার পায়ের চোটের বিষয়ে খোঁজ নেন মোদি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version