Friday, May 16, 2025

নিয়োগ মামলায় চাঞ্চল্যকর নির্দেশ ডিভিশন বেঞ্চের, অংশ নিতে পারবেন চাকরিহারারাও

Date:

নিয়োগ মামলায় চাঞ্চল্যকর নির্দেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। বুধবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশ,এই মামলার জেরে যারা চাকরি খুইয়েছেন, ইচ্ছা করলে তাঁরাও এই মামলায় যুক্ত হতে পারেন।এদিনই নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।  বুধবার মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ, চাকরিহারাদের কেউ চাইলে এই মামলায় সংযুক্ত হতে পারেন।

শীর্ষ আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে এই  মামালার দ্রুত সমাধানের জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডিকে দু’মাসের ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত।আগামী ৯ জানুয়ারির মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই, ইডিকে।এই মামলায় এর আগে গত সোমবার কমিশনকে কড়া ভর্ৎসনা করেছিল ডিভিশন বেঞ্চ। আদালত কমিশনের কাছে জানতে চেয়েছিল, এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কী? কী লুকোতে চাইছে এসএসসি?

এর আগে ওএমআর শিট সংক্রান্ত ঘটনায় কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিন আদালতে এসএসসির তরফে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট প্রসঙ্গে সিবিআইকে আগামী ৯ জানুয়ারির মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।এই মমালার পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।

 

 

Related articles

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...
Exit mobile version