মেটিয়াবুরুজে জলকষ্ট এখন অতীত! সাংসদ অভিষেককে ধন্যবাদ স্থানীয়দের

ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মেটিয়াব্রুজ এক সময়ে জলকষ্টের জন্য শিরোনামে চলে আসতো। লোকের মুখে মুখে প্রচলিত ছিল মেটিয়াব্রুজের মানুষের জল সংকটের কথা। কিন্ত তা এখন অতীত

যখনই মানুষ সমস্যায় পড়েছেন, তখনই তাঁদের পাশে দাঁড়িয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিয়ে তা রাখার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা একবাক্যে শিকার করেন তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মানুষজন।

ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মেটিয়াব্রুজ এক সময়ে জলকষ্টের জন্য শিরোনামে চলে আসতো। লোকের মুখে মুখে প্রচলিত ছিল মেটিয়াব্রুজের মানুষের জল সংকটের কথা। কিন্ত তা এখন অতীত। এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের জলের সমস্যা এড়িয়ে যায়নি অভিষেকের চোখ।

মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে চাহিদা মতো একটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন রাজ্য সরকার ও কলকাতা পুরসভার সঙ্গে। এরপর সাংসদের উদ্যোগে ও পুরসভার তত্ত্বাবধানে দ্রুত পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়। যা এখন বাস্তবে রূপ পেয়েছে। দূর হয়েছে স্থানীয়দের
জলকষ্ট। এখন ২৪ ঘন্টা পানীয় জলের পরিষেবা রয়েছে
মেটিয়াব্রুজে। এলাকাবাসীরা দু’হাত তুলে আশীর্বাদ করছেন প্রিয় সাংসদকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছেন। তাঁরা বলছেন, জলকষ্ট দূর করে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।