মোদিকে পকেটমার মন্তব্য, নির্বাচন কমিশনকে রাহুলের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ আদালতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পকেটমার বলে কটাক্ষ করে বিপাকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ওই মন্তব্যের জন্য নির্বাচন কমিশনকে রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। কংগ্রেস সাংসদের ওই মন্তব্য অনভিপ্রেত উল্লেখ করে নির্বাচন কমিশনকে ৮ সপ্তাহের মধ্যে আইনানুগ পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।

গত ২২ নভেম্বর এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ব্যবসায়ী গৌতম আদানিকে পকেটমার বলে উল্লেখ করেছিলেন রাহুল গান্ধী। তাঁর সেই মন্তব্যের জেরে মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে। এই মামলার শুনানিতে আদালত বলেছে যে এই ধরনের বক্তৃতা নিয়ন্ত্রণের জন্য কঠোর নিয়ম আনার নির্দেশ তারা সংসদকে দিতে পারে না। নির্বাচন কমিশন দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে ২৩ নভেম্বর রাহুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল কারণ সেই সময় আদর্শ আচরণবিধি কার্যকর ছিল। কমিশন বলেছে যে নোটিশ জারি করা মানে একটি সতর্কতা জারি করা হয়েছে। জবাবে হাইকোর্টের বেঞ্চ বলেছে, ‘এই ধরনের বক্তৃতা প্রতিরোধ করা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। কিন্তু নির্বাচন কমিশন যখন ব্যবস্থা নিয়েছে, তখন আমাদের হস্তক্ষেপের প্রয়োজন কী? আমরা একমত যে এই বিবৃতিগুলি ঠিক নয়। এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা কোনও এফআইআর দায়েরের নির্দেশ দিতে পারি না।’

Previous articleবিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্র.তারণা, প্রাণনা.শের হু.মকি
Next articleমা.রাত্মক ছোঁ.য়াচে ‘ইঁদুর জ্ব.র’ নিয়ে অসন্তোষ বাড়ছে ইউক্রেনের রুশ বাহিনীর মধ্যে