Saturday, November 15, 2025

বাম আমলে পরিকল্পনাহীন নির্মাণ, এন্টালি বিদ‌্যাসাগর মার্কেট ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভার

Date:

এন্টালির পদ্মপুকুরে সংখ‌্যালঘু সম্প্রদায়ের বড় অংশ জুতো তৈরির ব‌্যবসায় জড়িত। বাম আমলে তাঁদের পুনর্বাসনের জন‌্যই এন্টালি বিদ‌্যাসাগর মার্কেট তৈরির কথা ভাবা হয়েছিল।তৈরিও হয়েওছিল, কিন্তু নামেই বাজার। পুরসভার বাজার দফতরের আধিকারিকরা বলছেন, আসলে এন্টালির ওই আবাসন একটা পোড়ো বাড়ি। না আছে নিকাশি, না সম্পূর্ণ হয়েছে নির্মাণ। মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি জানিয়েছেন, বাজার তো হয়ইনি, উল্টে পুরসভার গলার কাঁটা ওই মার্কেট। সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকে তাই সিদ্ধান্ত হয়েছে ‘গ্রাউন্ড জিরো’হয়ে যাবে ওই এলাকা।

জানা গিয়েছে, নিকাশি না থাকার কারণে জল জমে যায় বাড়িটিতে। অসম্পূর্ণ নির্মিত আবাসনে শখ করে আসতে চান না কোনও ব‌্যবসায়ী। যার জন‌্য বাম বোর্ডের দিকেই আঙুল তুলছে মেয়র পারিষদ (বাজার)। পুরসভা সূত্রে খবর, বাম আমলে প্রশান্ত চট্টোপাধ‌্যায় দ্বিতীয়বার মেয়র হওয়ার সময় উদ্বোধন হয়েছিল এই বিদ‌্যাসাগর মার্কেটের। সেই ভিত্তি প্রস্তরও ভেঙে গুঁড়িয়ে দেবে পুরসভা।

আমিরুদ্দিন ববি জানিয়েছেন, কোনওরকমে উদ্বোধন করলেও সংস্কারের দিকে নজর দেয়নি তৎকালীন প্রশাসন। নিকাশি ব‌্যবস্থা না থাকায় জল জমে যায় যত্রতত্র।বছরের শুরুতেই এন্টালি বিদ‌্যাসাগর মার্কেট পরিদর্শন করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র সে সময় নিজে গিয়ে দেখেন বেশ কিছু হকার জবরদখল করে রয়েছে মার্কেটের একাংশ। ঘরগুলো ব‌্যবসায়ীরা গুদাম-ঘর হিসাবে ব‌্যবহার করছেন। এদিকে দীর্ঘ সংস্কারের অভাবে এখানে সেখানে খসে পড়ছে পলেস্তারা। কিন্তু জবরদখলের জন‌্য সংস্কার করা যাচ্ছিল না বিদ‌্যাসাগর মার্কেট। আলোচনা করে বহু দখলদারকে সরানো হয়েছে।

মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি জানান, সম্প্রতি পুরসভার মেয়র পারিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত বিদ‌্যাসাগর মার্কেট ভেঙে ফেলা হবে। এখানে ২৩ জন ব‌্যবসায়ী রয়েছেন। তাঁদের অন‌্য জায়গায় স্থানান্তরিত করা হবে।কী হবে এই মার্কেট এলাকায়? পুরসভা সূত্রে খবর, আগামিদিনে আধুনিক পার্কিং-সহ নতুন করে বিদ‌্যাসাগর মার্কেট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুরসভার। সূত্রের খবর, এমনভাবে তা গড়ে তোলা হবে, কর্মাশিয়াল অফিসের পাশাপাশি পুরসভার কিছু অফিসও থাকবে বিদ‌্যাসাগর মার্কেটে।

এন্টালির পদ্মপুকুরে সংখ‌্যালঘু সম্প্রদায়ের বড় অংশ জুতো তৈরির ব‌্যবসায় জড়িত। বাম আমলে তাঁদের পুনর্বাসনের জন‌্যই এন্টালি বিদ‌্যাসাগর মার্কেট তৈরির কথা ভাবা হয়েছিল।তৈরিও হয়েওছিল, কিন্তু নামেই বাজার। পুরসভার বাজার দফতরের আধিকারিকরা বলছেন, আসলে এন্টালির ওই আবাসন একটা পোড়ো বাড়ি। না আছে নিকাশি, না সম্পূর্ণ হয়েছে নির্মাণ। মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি জানিয়েছেন, বাজার তো হয়ইনি, উল্টে পুরসভার গলার কাঁটা ওই মার্কেট। সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকে তাই সিদ্ধান্ত হয়েছে ‘গ্রাউন্ড জিরো’হয়ে যাবে ওই এলাকা।

জানা গিয়েছে, নিকাশি না থাকার কারণে জল জমে যায় বাড়িটিতে। অসম্পূর্ণ নির্মিত আবাসনে শখ করে আসতে চান না কোনও ব‌্যবসায়ী। যার জন‌্য বাম বোর্ডের দিকেই আঙুল তুলছে মেয়র পারিষদ (বাজার)। পুরসভা সূত্রে খবর, বাম আমলে প্রশান্ত চট্টোপাধ‌্যায় দ্বিতীয়বার মেয়র হওয়ার সময় উদ্বোধন হয়েছিল এই বিদ‌্যাসাগর মার্কেটের। সেই ভিত্তি প্রস্তরও ভেঙে গুঁড়িয়ে দেবে পুরসভা। আমিরুদ্দিন ববি জানিয়েছেন, কোনওরকমে উদ্বোধন করলেও সংস্কারের দিকে নজর দেয়নি তৎকালীন প্রশাসন। নিকাশি ব‌্যবস্থা না থাকায় জল জমে যায় যত্রতত্র।বছরের শুরুতেই এন্টালি বিদ‌্যাসাগর মার্কেট পরিদর্শন করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র সে সময় নিজে গিয়ে দেখেন বেশ কিছু হকার জবরদখল করে রয়েছে মার্কেটের একাংশ। ঘরগুলো ব‌্যবসায়ীরা গুদাম-ঘর হিসাবে ব‌্যবহার করছেন। এদিকে দীর্ঘ সংস্কারের অভাবে এখানে সেখানে খসে পড়ছে পলেস্তারা। কিন্তু জবরদখলের জন‌্য সংস্কার করা যাচ্ছিল না বিদ‌্যাসাগর মার্কেট। আলোচনা করে বহু দখলদারকে সরানো হয়েছে।

মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি জানান, সম্প্রতি পুরসভার মেয়র পারিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত বিদ‌্যাসাগর মার্কেট ভেঙে ফেলা হবে। এখানে ২৩ জন ব‌্যবসায়ী রয়েছেন। তাঁদের অন‌্য জায়গায় স্থানান্তরিত করা হবে।কী হবে এই মার্কেট এলাকায়? পুরসভা সূত্রে খবর, আগামিদিনে আধুনিক পার্কিং-সহ নতুন করে বিদ‌্যাসাগর মার্কেট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুরসভার। সূত্রের খবর, এমনভাবে তা গড়ে তোলা হবে, কর্মাশিয়াল অফিসের পাশাপাশি পুরসভার কিছু অফিসও থাকবে বিদ‌্যাসাগর মার্কেটে।

 

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version