Monday, May 5, 2025

‘পাঠান’ থেকে ‘জওয়ান’ হতে সময় নিয়েছিলেন প্রায় à§® মাস। অনেকেই বলেছিলেন এই বছরে এই দুটো ছবি নিয়েই খুশি থাকা উচিত শাহরুখ খানের (Shahrukh Khan)। কিন্তু বলিউড বাদশা নিজের মর্জি মতো চলেন। তাই দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে টক্কর নিতে পিছিয়ে যাননি। গতকাল রিলিজ করেছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত বহুপ্রতীক্ষিত ‘ডাঙ্কি’ (Dunki)। ছবি নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া। কেউ আশাহত, কেউ আবার খুশি পুরনো শাহরুখকে ফিরে পেয়ে। কিন্তু সিনেমার সাফল্য অনেকটাই নির্ভর করে তার বাণিজ্যিক রেকর্ডে। এদিক দিয়ে আগের দুটো ছবি থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে শাহরুখের এই তৃতীয় ছবি। প্রথম দিনের শেষে ‘ডাঙ্কি’র (Dunki) বক্স অফিসে আয় মাত্র à§©à§« কোটি। তাহলে কি  শেষবেলায় শাহরুখ (Shahrukh Khan) গোল খেলেন প্রভাস অভিনীত সালারের কাছে!

এই বছরের শুরু থেকে নিজের সঙ্গেই লড়াই শুরু করেছিলেন শাহরুখ খান। কিন্তু হ্যাট্রিক করে শেষ হাসি হাসতে পারলেন কি? এখানেও দ্বিধা বিভক্ত শাহরুখ অনুরাগী থেকে শুরু করে সাধারণ দর্শক। তবে রাজকুমার হিরানির এই সিনেমায় তার আগের ছবির ম্যাজিক দেখতে না পাওয়ায় হতাশ সিনে প্রেমীরা। কমেডি আর ইমোশনে নিজের সর্বস্ব দিয়েছেন শাহরুখ। তবে আগের দুই ছবিতে যে ধামাকা তৈরি হয়েছিল, চিত্রনাট্যের কারণেই এবার সেটা অনেকটাই কম। ‘পাঠান’ কিংবা ‘জওয়ানের’ মতো ওপেনিংয়ে ছক্কা হাঁকাতে পারল না ‘ডাঙ্কি’। তবে অনেকেই এই সিনেমাকে শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় সিনেমা বলে আখ্যা দিয়েছেন। ইমোশনের রোলার কোস্টারে যে বলিউডের কিং খানের একটা আলাদা রাজত্ব আছে সেটা এই ছবিতে ফের প্রমাণিত হল। বক্স অফিসের হিসেব বলছে, গোটা দেশে প্রথম দিন ‘ডাঙ্কি’ ব্যবসা করেছে à§©à§« কোটির মতো। যেখানে শুরুর দিনই ‘পাঠান’ ঘরে তুলেছিল à§«à§­ কোটি এবং ‘জওয়ান’ ঝুলিতে পুরেছিল à§­à§« কোটি টাকা। তবে শাহরুখ ম্যানিয়া এতোটুকু কমেনি। এদিকে আবার দেশজুড়ে ‘ডাঙ্কি’ ঝড়ের মাঝেও দাক্ষিণাত্যভূমে দাপিয়ে ব্যাটিং করছেন প্রভাস। শুক্রবার প্রেক্ষাগৃহে এসেছে বিগ বাজেট ‘সালার’। দাপুটে কাম ব্যাক করে বক্স অফিসকে শুরুর শোতেই পয়সা উসুল করে দিয়েছেন প্রভাস। সিনে বিশ্লেষকরা অবশ্য বলছেন মাউথ পাবলিসিটির মাধ্যমে শেষ হাসি হাসবেন শাহরুখই। উৎসবের উইকেন্ড মেজাজে কোন ছবি কতটা এগিয়ে যায় এখন সেটাই দেখার।

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version