Friday, November 14, 2025

হাওড়া-শিয়ালদহ ডিভিশনে শনিবার বা.তিল ৬৫ লোকাল ট্রেন, দু.র্ভোগের আশ.ঙ্কায় নিত্যযাত্রীরা

Date:

টেট পরীক্ষা ও বড়দিনের ঠিক আগে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের জন্য অপেক্ষা করছে চরম দুর্ভোগ। আগামিকাল শনিবার ২৩ ডিসেম্বর হাওড়া- শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে ৬৫টি লোকাল ট্রেন। যার মধ্যে শিয়ালদহ মেইন, শিয়ালদহ সাউথ, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ সেকশনে ৪৩টি লোকাল ট্রেন চলবে না। পাশাপাশি হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে বাতিল থাকবে ২২টি লোকাল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের অধীনে থাকা দমদম জংশন স্টেশনে ট্র্যাক মেরামতির কাজ হবে। সেই সূত্রে এই আট ঘণ্টা লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকবে। তার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা। একইভাবে হাওড়া ডিভিশনের বর্ধমান স্টেশনেও ট্র্যাক সংস্কারের কাজ চলবে। যার জেরে দেশের অন্যতম ব্যস্ত এই দুই ডিভিশনে বাতিল থাকবে পাঁচ ডজনেরও বেশি ট্রেন। যার জেরে চূড়ান্ত নাকাল হতে হবে যাত্রীদের।

এছাড়াও ওইদিন তিনটি দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরুর সময়ও বদল হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৫) সকাল ছ’টা ৫০ মিনিটের বদলে শনিবার শিয়ালদহ স্টেশন থেকে সকাল সাতটা ৩৫ মিনিটে ছাড়বে। হাজারদুয়ারি এক্সপ্রেস (১৩১১৩) সকাল ছ’টা ৫০ মিনিটের পরিবর্তে একঘণ্টা পিছিয়ে কলকাতা স্টেশন থেকে সকাল সাতটা ৫০ মিনিটে যাত্রা করবে। মৈত্রী এক্সপ্রেস (১৩১০৮) শনিবার কলকাতা স্টেশন থেকে সকাল আটটা পাঁচ মিনিটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। সাধারণত ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই ট্রেনটি সকাল সাতটা ১০ মিনিটে ছাড়ে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version