Saturday, May 3, 2025

যাদবপুরের সমাবর্তনে আমন্ত্রিত শিক্ষামন্ত্রী, থাকছেন না রাজ্যপাল

Date:

ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান। যাদবপুরের কোড বৈঠকের অনুমতি দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার গাফিলতির জেরেই জট কেটেও কাটছে না বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের।আগামিকাল, রবিবার অনুষ্ঠান হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে এদিনই কৃতী পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।

এদিকে ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আমন্ত্রণ পত্র পৌঁছেছে। তবে জানা গিয়েছে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলতে চাননি। এমনকি তিনি সমাবর্তন অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন বলেও খবর। এদিকে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা সে নিয়ে বিবেচনা করে দেখছেন।

প্রসঙ্গত, রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হলেও বিশেষ সমাবর্তন হচ্ছে না। অর্থাৎ, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের ডি. লিট ও ডিএসসি সম্মান দেওয়ার যে অনুষ্ঠান তা এবার হচ্ছে না। তবে সেই অনুষ্ঠান কবে হবে সেই নিয়েও কোনও দিশা দেখাতে পারেননি অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাহু। রাজভবনের অনুমোদন সাপেক্ষে উচ্চশিক্ষা দফতর অনুমতি না দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় গত সপ্তাহে সিন্ডিকেটের বৈঠক করেছে। তা নিয়ে কলকাতার অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তের উপর যথেষ্টই ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা দফতরের কর্তারা। এই টানাপড়েনেই অনেক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আটকে গিয়েছে। এদিকে যাদবপুরে সমাবর্তন ২৪ তারিখ হলেও বাকি বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তনের ভবিষ্যত এখনও অন্ধকারে।

যদিও, সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, অদৃশ্য এবং দৃশ্যমান ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে যাদবপুরে সমাবর্তন হচ্ছে। অপরদিকে, রাজ্যপালের বক্তব্য ছিল, ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানে অসন্তুষ্ট তিনি। এমনকী ওই মর্মান্তিক ঘটনার পরেও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি র‍্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় খুশি হতে পারেননি আচার্য। আর সেই কারণেই ‘কোর্ট’ বৈঠকের অনুমতি দেননি তিনি।

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version