Wednesday, November 12, 2025

রেখার কথায় চোখ ছলছল অমিতাভের! কেবিসির মঞ্চে আবেগপ্রবণ বিগ বি

Date:

রাশভারি কণ্ঠস্বর প্রায় দু দশক ধরে আপামর ভারতীয় দর্শককে টেলিভিশনের সামনে বসতে বাধ্য করেছে একটি শো এর কারণে – ‘কৌন বনেগা ক্রোড়পতি’। একের পর এক সিজন শেষ হয়ে নতুন শুরুতেও “দেবীও অউর সজ্জনও” উচ্চারণের স্টাইল এতটুকু বদলাইনি। সঞ্চালকের চেয়ারে বসে কোনও প্রতিযোগীর স্বপ্ন সত্যি হতে কথা দেখেছেন, আবার কারোর জীবনের সবথেকে কষ্টের মুহূর্তের কথা শুনে স্তব্ধ হয়েছেন। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- বলিউডের মেগাস্টার, হিন্দি সিনেমার অনবদ্য শাহেনশা। এবার কেবিসির (KBC) মঞ্চে তাঁর চোখে জল! মুহূর্তে ভাইরাল দৃশ্য। কিন্তু কোন কথায় কেঁদে উঠলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)?

প্রায় বছর কুড়ি পেরিয়ে গিয়েও কেবিসির (KBC ) জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বলিউডের যেকোনও ধরনের সিনেমার প্রমোশনের প্রয়োজন হলেই রিলিজের আগে কেবিসির মঞ্চে চাঁদেরহাট। সেখানে কখনও অতিথি হয়ে এসেছেন নাতি অগস্ত্য আবার কখনও স্বয়ং পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। হাসি ঠাট্টা মজার কথাই নিজের ইমোশানকেও সকলের সামনে ব্যক্ত করেছেন বিগ বি। তবে এবার যেটা ঘটলো সেটা কল্পনাও করতে পারেননি অনুষ্ঠানের আয়োজকরা। রেখার কথাই চোখ ছল ছল করে উঠলো অমিতাভের। এর সঙ্গে অবশ্য অভিষেক বচ্চনের প্রসঙ্গ জড়িয়ে রয়েছে। এর আগে এক প্রতিযোগী শাহেনশা পুত্রের জন্য বিশেষ উপহার নিয়ে এসে বলেন, অভিষেক সত্যি আদর্শবান ছেলে। অভিষেক নিজেও বাবার কাছে জানতে চেয়েছিলেন, তিনি কেমন? উত্তরে অমিতাভ বলেছিলেন, ছেলে তাঁর যোগ্য উত্তরসূরী। সেকথাই আবারও অমিতাভকে মনে করেন রেখা পাণ্ডে (Rekha Pandya) নামে মহিলা প্রতিযোগী। এরপরই আবেগপ্রবণ অমিতাভের চোখের কোণে জল আসে। কোথাও গিয়ে ‘সঞ্চালক’ চরিত্র থেকে বেরিয়ে এক বাবার সন্তানের প্রতি ভালবাসা, দুর্বলতা এবং গভীর বন্ধন যেন প্রকট হয়ে ওঠে এদিন। গোটা ঘটনা নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version