Sunday, August 24, 2025

ক্ষমতায় এসেই ২ হাজার কোটি টাকা ঋ.ণ চাইল মধ্যপ্রদেশ সরকার! ক.টাক্ষ তৃণমূলের

Date:

সম্প্রতি  মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরেছে বিজেপি।আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মোহন যাদব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র কাছে  রাজ্যের খরচ চালাতে ২ হাজার কোটি টাকা ঋণ চাইলেন।মাত্র দু’সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন।তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত দ্রুত কেন ঋণের আবেদন। এ রাজ্যের সরকার ঋণ নিলে বিরোধীরা সমালোচনা করেন। অথচ খোদ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য ২ হাজার কোটি ঋণ নিচ্ছে।

নির্বাচনী বৈতরণাী পার হতে মধ্যপ্রদেস জুড়ে প্রতিশ্রুতির বন্যা বইয়েছিলেন বিজেপি নেতৃত্ব।একবারও ভাবেনি সেই প্রতিশ্রুতি কিভাবে পালন করা হবে।এমনিতেই পূর্বতন শিবরাজ সরকারের ৪ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আছে।পরিস্থিতি এমনই যে, রাজ্যের দৈনন্দিন খরচ সামলাতেও ধার চাইতে হচ্ছে আরবিআইয়ের কাছে। বস্তুত, রাজনীতিই এখন গলার ফাঁস হয়ে উঠেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।

এই বিষয়ে তৃণমূলের কটাক্ষ, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি যে অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে আরবিআই থেকে ২ হাজার কোটি ঋণের দাবি করছে। মধ্যপ্রদেশ সরকারের খারাপ আর্থিক স্বাস্থ্যের আরেকটি ইঙ্গিত। এবং ঋণের আকাশচুম্বী পাহাড় তারা জমা করতে থাকুক।

যদিও মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী বিধানসভাকে আশ্বস্ত করেছেন, ‘কোনও সমস্যা নেই’ জানিয়ে। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও করেছেন মোহন। তবে প্রত্যাশিত ভাবেই ধারের দায়কে পাত্তা দেননি নতুন মুখ্যমন্ত্রী। রাজনীতিবিদরা তা করেনও না। বিধানসভাকে তিনি আশ্বস্ত করেছেন, ‘কোনও সমস্যা নেই’ জানিয়ে। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও  করেছেন মোহন।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version