Tuesday, January 13, 2026

কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সা.সপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

Date:

Share post:

ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিদায়ী কুস্তি সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। আর সেই কারণে নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং। সেখানে তিনি বলেন, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। আর এই কারণে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না।

এই নিয়ে এক বিবৃতি প্রকাশ করে সরকার জানিয়েছে, জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কার্যনির্বাহী কমিটির দ্বারা। এরজন্য কমিটির সামনে এজেন্ডা পেশ করতে হয়। তানিয়ে আলোচনা হয়, তারপর বৈঠকে সেই সংক্রান্ত সিদ্ধান্তের ওপর ভোটাভুটি হয়। সেই বৈঠকে কোরাম থাকতে হবে। অর্থাৎ, কমিটির অন্তত এক-তৃতীয়াংশ সদস্যকে উপস্থিত থাকতেই হবে। সেই বৈঠক ডাকার আগেও নোটিশ জারি কতে হয়। ১৫ দিনের নোটিশ দিতে হয় এই বৈঠক ডাকতে। জরুরি ক্ষেত্রেও অন্তত ৭ দিনের নোটিশ দিতে হয় বৈঠকের জন্য। এদিকে এখনও ফেডারেশনের কাজ চলছে আগের পদাধিকারীর অফিস থেকে। এটা নীতি বিরুদ্ধ। এই অফিসেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যা আপাতত আদালতে বিচারাধীন।

এদিকে সঞ্জয় সিং নতুন সভাপতি হওয়ার পর থেকেই প্রতিবাদ চলছে। প্রতিবাদ কঠোর হচ্ছে। কারণ ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিং। আর সেই কারণেই চলছে প্রতিবাদ। প্রতিবাদ স্বরূপ পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন কুস্তিগির বজরং পুনিয়া। পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা বলেন দেশের আরও এক কুস্তিগির বীরেন্দ্র সিং যাদব। কুস্তি ছেড়ে দেওয়ার কথা বলেন সাক্ষী মালিক।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...