গীতাপাঠের পক্ষে বলতে গিয়ে বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে এ কী বললেন সুকান্ত!

ব্রিগেডে BJP-র ‘লক্ষ কণ্ঠে গীতপাঠ’-এ মাঠের অর্ধেকও ভরল না। উল্টে যানজটে নাকাল হলেন সাধারণ মানুষ থেকে টেট পরীক্ষার্থীরা। আর সেই গীতপাঠের সপক্ষে বলতে গিয়ে কার্যত স্বামী বিবেকানন্দকেই ‘বামপন্থী প্রোডাক্ট‘ বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

ব্রিগেডে এই কর্মসূচিতে ৩৭৫০জন লোক হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সেই সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, এই বাংলা সনাতন ধর্মের পীঠস্থান। বামেদের সময় সেটা বেলাইন হয়েছিল। এরপরেই সুকান্তের বেফাঁস মন্তব্য “গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো” যারা বলছে তারা বামপন্থী প্রোডাক্ট। নিজেকে ডক্টরেট বলে দাবি করা অধ্যাপক সুকান্ত মজুমদার কি জানেন, এটা স্বামী বিবেকানন্দের বাণী। শুধু ধর্মগ্রন্থ পাঠ নয়, শরীরচর্চা, দলবদ্ধ খেলার মাধ্যমে জীবন গঠন করার কথা বলেছেন স্বামীজি। অথচ তাঁর বাণী মেনে চলাকে বামপন্থী প্রোডাক্ট বলার অর্থ কি বিবেকানন্দকেই বামপন্থী বলা নয়! তাঁর বাণীতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা নয়? প্রশ্ন রাজনৈতিক মহলের।

Previous articleবিয়ের পরই স্ত্রীকে বে.ধড়ক মা.রধরের অভিযোগ! বি.পাকে জনপ্রিয় ইউটিউবার
Next articleভাঁ.ওতাবাজিতে সায় নেই বাংলার, ফাঁ.কা ব্রিগেডে বিজেপির গীতাপাঠের অনুষ্ঠান সুপার ফ্লপ