Thursday, August 28, 2025

আগামিকাল প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে টিম ইন্ডিয়া, টেস্ট জয় লক্ষ‍্য রোহিতের

Date:

আগামিকাল থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে ফিরছেন বিরাট কোহলিও। এই ম‍্যাচে নামার আগে সর্তক ভারত অধিনায়ক। এই সিরিজ জিততে মরিয়া রোহিত শর্মা।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট সিরিজ। কখনও এখানে সিরিজ জিতিনি আমরা। এই বার সেই সুযোগ রয়েছে। শেষ দু’বার আমরা জয়ের কাছাকাছি এসেও পারিনি। এবার সেটাই আমাদের তাগিদ আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের পেসারেরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ভাল বল করেছে। ওরা নিজেদের প্রমাণ করে দিয়েছে। তবে এ বারের সিরিজে শামির না থাকাটা খুব বড় ক্ষতি।”

শামির না থাকাটা সিরিজে ক্ষতি মানছেন রোহিত। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন পেসারের খেলার কথা জানান রোহিত। তবে শামির বদলে কে সুযোগ পাবেন তা নিয়ে কিছু বলেননি ভারত অধিনায়ক। এই নিয়ে রোহিত বলেন,” বুমরাহ আর সিরাজ খেলবে। তবে প্রথম টেস্টে আমরা তিন পেসারে খেলার কথা ভাবছি। মুকেশ এবং প্রসিদ্ধের মধ্যে যে কোনও এক জন সুযোগ পাবে।”

আরও পড়ুন:বাংলা ক্রিকেটে নতুন মোড়, আসছে বেঙ্গল প্রিমিয়র লিগ, দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version