Friday, November 14, 2025

ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি থেকে ব.জ্রপাতের স্থান জানতে দুটি অত্যাধুনিক রেডার বসাচ্ছে আলিপুর হাওয়া অফিস

Date:

আবহাওয়ার গতিপ্রকৃতি আরও ভালভাবে জানতে দুটি অত্যাধুনিক রেডার বসাচ্ছে আলিপুর হাওয়া অফিস। মালদহ ও ডায়মন্ডহারে দুটি রেডার বসানো হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই রেডার নিখুঁতভাবে বলে দেবে কালবৈশাখীর আগমণ থেকে ঘূ্র্ণিঝড় গতিপথ। বজ্রপাতের জায়গাও বলে দেবে এই রেডার।

পরপর দু’বছর এল নিনো আসার সম্ভাবনা আছে। এই দু’বছর আবহাওয়ায় অনেক বদল আসবে। কখন কেমন থাকবে আবহাওয়া তা আরও ভালভাবে বোঝার জন্যই দুটি আধুনিক রেডার বসানো হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে এখন আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য একটি মাত্র রেডার আছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এস ব্যান্ডের ওই রেডারটি রয়েছে নিউ সেক্রেটারিয়েট ভবনের ছাদে। পুরনো হলেও সেটি এখনও ভাল কাজ করছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে আবহাওয়ার পরিস্থিতি জানাতে পারে সেই রেডার। কার্যকর। নতুন যে দু’টি রেডার বসানোর জন্য আবহাওয়া দফতর ইতিমধ্যেই চুক্তি করেছে, সেগুলির রেঞ্জ অবশ্য কম। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে এক্স ব্যান্ডের রেডার বসবে, তার রেঞ্জ ১০০-১৫০ কিলোমিটার। এই রেডারটি এক্স-ব্যান্ড পোলারিমেট্রিক ডপলার রেডার।

মালদহে কেন্দ্রীয় সরকারি সংস্থা আইসিএআরের অধীনস্থ একটি গবেষণা কেন্দ্রে সি-ব্যান্ডের রেডার বসবে। সেটির রেঞ্জ হবে ৩০০-৩৫০ কিলোমিটার। অর্থাৎ গোটা উত্তরবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশের একটা অংশ এর আওতায় চলে আসবে।

আরও পড়ুন:গুরুদুয়ার থেকে কালীঘাট মন্দির, ধর্মীয় তাস খেলে বাংলার মন জয়ের চেষ্টা বিজেপির

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version