Sunday, August 24, 2025

গুরুদুয়ার থেকে কালীঘাট মন্দির, ধর্মীয় তাস খেলে বাংলার মন জয়ের চেষ্টা শাহ- নাড্ডার

Date:

ভোট বড় বালাই, মানুষের প্রয়োজনে সারা বছর যাঁদের সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যায় না ভোটের দামামা বাজতেই তাঁরা ধর্মীয় তাস খেলতে চলে আসেন বাংলায়। মাসের পর মাস রাজ্যের প্রাপ্ত টাকা আটকে রেখেছে কেন্দ্র, মাথার উপর ছাদ তৈরি করা যাচ্ছে না আবাস যোজনার টাকা না আসায়। কিন্তু বিধানসভা হোক বা লোকসভা, ভোটের আগে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বে ডেইলি প্যাসেঞ্জারি অব্যাহত। বড়দিনেই কলকাতায় এসেছেন অমিত শাহ (Amit Shah) ও জে পি নাড্ডা (JP Nadda)। গত রবিবার ব্রিগেডে গীতা পাঠের ফ্লপ শো থেকে নজর ঘোরাতে বঙ্গ সফরে আসতে হয়েছে গেরুয়া শিবিরের দিল্লি নেতৃত্বকে। তাই আজ ভোটের রণকৌশল ঠিক করার নামে গুরুদুয়ার থেকে কালীঘাট মন্দির (Kalighat Temple) ঘুরে ইমেজ বাঁচানোর চেষ্টা।

এদিন সকাল ১১: ২৭ মিনিটে এম জি রোডের গুরুদুয়ারায় পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন জে পি নাড্ডা (JP Nadda)। ঊর্ধ্বতন নেতাদের আনুকুল্য পেতে সময়ের আগেই গুরুদুয়ারায় পৌঁছে যান শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), অগ্নিমিত্রা পাল সহ একাধিক বঙ্গ বিজেপির নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও (Sukanta Majumdar) দেখা যায়। শিখ সম্প্রদায়ের ভাবাবেগকে কাজে লাগিয়ে ঘড়ি ধরে মাত্র ১৫ মিনিট সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মীয় স্থানের বাইরে বেরিয়ে এসে সকলকে নিয়ে ফটোসেশনে মেতে উঠতে দেখা গেল অমিত শাহকে। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে সকাল থেকে এম জি রোডের মতো ব্যস্ত রাস্তার দুপাশে দোকান বন্ধ রাখতে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন এই ক্ষতি কি পূরণ করবে পদ্ম শিবিরের নেতৃত্ব? গুরুদুয়ারা থেকে বেরিয়ে সোজা কালীঘাটে পৌঁছে যান অমিত শাহ (Amit Shah)-জে পি নাড্ডা (J P Nadda)। বিকেলে ন্যাশনাল লাইব্রেরীতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে গৃহমন্ত্রীর। হিন্দুত্বের নামে ধর্মীয় বিভাজন তৈরি করা বিজেপি সরকারের সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গতকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিয়ে নিজের বাসভবনে বড়দিন পালন করেন। তারপর আজ গুরুদুয়ারা থেকে হিন্দু মন্দির, ভোট বাক্সের রাজনীতি করতে বিজেপি কতটা মরিয়া সেই ছবিটা ক্রমাগতই স্পষ্ট হয়ে উঠছে। স্ট্র্যাটেজি সফরের নামে আসলে বাংলায় নিজেদের ইমেজ বাঁচাতে চাইছে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version