ভোটারদের বুথমুখী করতে দলীয় নেতা-কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লিগ

এই প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেক নেতা–কর্মীকে ২০০ জন ভোটার কেন্দ্রে নিয়ে যেতে হবে

সপ্তাহ দুয়েক পরেই বাংলাদেশে নির্বাচন।এই পরিস্থিতিতে বিরোধীদের ভোট বয়কটের প্রচার উপেক্ষা করে ভোটারদের বুথমুখী করাই বাংলাদেশের শাসকদল আওয়ামী লিগের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবারের নির্বাচনে জামালপুরের আসনগুলোতে কেন্দ্রভিত্তিক ভোটার উপস্থিতি বাড়াতে ওই জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনের’ আওতায়  এই প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেক নেতা–কর্মীকে ২০০ জন ভোটার কেন্দ্রে নিয়ে যেতে হবে। এই প্রশিক্ষণে প্রায় সাড়ে পাঁচশো দলীয়  কর্মী অংশ নেন।

এই কর্মসূচির মাধ্যমে ৩০০টি আসনে প্রায় আড়াই লক্ষ ‘প্রার্থনা কর্মী’র বাহিনী গড়া হবে। তাঁরা ভোটের দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে বুথে যাওয়ার অনুরোধ জানাবেন এবং বুথে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ‘অফলাইন ক্যাম্পেন’ নামে একটি কর্মসূচিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ‘প্রশিক্ষিত প্রচারকর্মীরা’ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অনুরোধ জানাবেন।

কেন্দ্রে ভোটার আনতে প্রশিক্ষণের পাশাপাশি নেওয়া হচ্ছে নানা কৌশল। ভোটার উপস্থিতি বাড়ানোয় জোর দিয়ে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগও দেওয়া হয়েছে। কারণ, দ্বাদশ সংসদ নির্বাচনের সামনে অন্যতম মূল চ্যালেঞ্জ এখন ভোটার উপস্থিতি।

Previous articleজয়পুরে তরুণীকে পিষে দিল গাড়ি!
Next articleসংসদের নিরাপত্তা লঙ্ঘন: মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে অ.ভিযুক্ত নীলম আজাদ