Thursday, August 21, 2025

সেঞ্চুরিয়ানে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সেঞ্চুরি করে ইতিহাস রাহুলের!

Date:

Share post:

প্রথম বিদেশী টেস্ট ব্যাটার হিসেবে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় সেঞ্চুরি করলেন কে এল রাহুল। ২০২১ সালের পর ২০২৩ সালেও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে শতরান কে এল রাহুলের ব্যাট থেকে।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই নজির গড়লেন লোকেশ রাহুল। শুধু নিজের রেকর্ডই নয়, দলকেও লড়াইয়ের মধ্যে ফেরালেন। মঙ্গলবার ৭০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন রাহুল। হাতে ছিল মার ২ উইকেট। দ্বিতীয় দিনের শুরু থেকেই কার্যত আক্রমণাত্মক খেলতে শুরু করেন। তবে একটা সময় মনে হচ্ছিল নন-স্ট্রাইকারে দাঁড়িয়ে থেকেই হয়তো রাহুলের শতরান হাতছাড়া হবে। কিন্তু ৬ মেরে নিজের সেঞ্চুরি সম্পন্ন করেন। ১৩৭ বলে ১০১ রান করে আউট হন রাহুল।

কে এল রাহুলই একমাত্র ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান স্টেডিয়ামে দুটি শতরান করেছেন। ২০২১ সালে ২৬০ বলে ১২৩ রান করেছিলেন। সেই সময় অবশ্য ওপেনার হিসেবে নেমেছিলেন তিনি। ওই টেস্ট ভারত জিতেছিল ১১৩ রানে। এছাড়া টেস্ট ক্রিকেটে নিজের অষ্টম শতরানও করে ফেললেন তিনি।অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত বোলিং করেছেন কাগিসো রাবাডা। ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর শিকারের তালিকায় আছে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুর। এছাড়া ৩ উইকেট নিয়েছেন নানদ্রে বার্গার। ১টি করে উইকেট পেয়েছেন জানসেন ও কোয়েটজি। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৮ রানে ৩ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...