Tuesday, August 26, 2025

কাতারে বন্দি ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীর ফাঁসির নির্দেশ রদ

Date:

অবশেষে স্বস্তি! গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে বন্দি ৮ নৌসেনা কর্মীর ফাঁসির নির্দেশ রদ করল সেখানকার আদালত। কয়েক সপ্তাহ আগে এই ৮ ভারতীয়ের ফাঁসির সাজা দিয়েছিল কাতার আদালত। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল ভারত। সেই মামলার শুনানিতেই রদ হয়েছে ফাঁসির নির্দেশ পরিবর্তে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য প্রকাশ করেছে ভারত সরকার।

এদিন ভারত সরকারের তরফে এই খবর প্রকাশ্যে এনে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে কাতারের আইনজীবীদের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রাখা হয়েছে। পাশাপাশি জেলবন্দিদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। সকলের পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমরা শুরু থেকেই ওই ৮ প্রাক্তন নাবিকের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, আগামী দিনেও যোগাযোগ রাখা হবে। এবং সবরকম আইনি সাহায্য জারি থাকবে। আমরা কাতার প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা জারি রেখেছি। তবে কোন শর্তে ওই ৮ ভারতীয়ের সাজা কমানো হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত রায় এখনও পাওযা যায়নি। তবে দীর্ঘ লড়াইয়ের পর কাতারে বন্দি ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীর ফাঁসির নির্দেশ রদ হওয়া যে ভারতের জন্য বড় কূটনৈতিক জয় তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীকে গ্রেপ্তার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। একাধিকবার শুনানির পরে অক্টোবর মাসে ৮ জনকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ করতে শুরু করে ভারত। এমাসেই ভারতীয় প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি পান। তার আগেই দুবাইয়ের জলবায়ু সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে কথা হয় মোদির। প্রবাসী ভারতীয়দের উন্নতি নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। অবশেষে মিলল স্বস্তি।

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version