Friday, November 14, 2025

ডাম্পারের সঙ্গে ধা.ক্কা! মাঝ রাস্তায় জ্ব.লল যাত্রীবাহী বাস, ভিতরেই ঝ.লসে মৃ.ত কমপক্ষে ১৩ যাত্রী

Date:

মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বললো আস্ত একটি বাস (Bus)। যার জেরে বাসের ভিতরেই জ্যান্ত পুড়ে গেলেন কমপক্ষে ১৩ যাত্রী। গুরুতর জখম আরও অনেকে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে একটি ডাম্পারের (Dumper) সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। মুখোমুখি সংঘর্ষের পরই আগুন লেগে যায় বাসে। তবে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে আসতে পারলেও, প্রাণে বাঁচেননি ১৩ জন। বাসের ভিতরেই পুড়ে তাদের মৃত্যু হয়। মধ্য প্রদেশের গুনা জেলার দুর্ঘটনা। গুনা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জানিয়েছেন, রাত ৯টার দিকে যখন দুর্ঘটনা ঘটে তখন বাসটি হারুনের দিকে যাচ্ছিল এবং ডাম্পারটি গুনার দিকে যাচ্ছিল। সেই সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। বাসের মালিক বিজেপি নেতা ধর্মেন্দ্র সিকারওয়ার। বাসের কোনও বীমা এবং ফিটনেস সার্টিফিকেট নেই। পাশাপাশি বাস ফিটনেসের মেয়াদ ১ সেপ্টেম্বর ২০১৫-এ শেষ হয়েছে, ২০২১-এর পরে কোনও রোড ট্যাক্স দেওয়া হয়নি।

উল্লেখ্য, বুধবার রাতে গুনা-আরন রোডের উপরে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বেসরকারি বাস ও ডাম্পারের। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। যখন দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীরা নেমে আসছিলেন, এমন সময়ই আগুন লেগে যায়। ভিতরেই আটকে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বাস থেকে ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। বাসের ভিতর থেকে ১৩ জন যাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিতকরণ সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা করেই দেহ শনাক্ত করা হবে।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণেই উল্টোদিক থেকে আসা বাসটিকে দেখতে পায়নি ডাম্পার। এর কারণেই মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।

 

 

 

Related articles

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...
Exit mobile version