Monday, August 25, 2025

দলের থেকে বড় কেউ নয়: উত্তর চব্বিশ পরগনায় কোর কমিটি গড়ে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে দলে কোনও রকম মনোমালিন্য বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার, চাকলায় উত্তর চব্বিশ পরগনার কর্মিসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর ২৪ পরগনা ৫টি আসনে নজর রাখার নির্দেশ স্পষ্ট নির্দেশ দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। এই উদ্দেশ্যে তিনি নির্মল ঘোষকে মাথায় রেখে একটি কোর কমিটি গড়ে দেন।

লোকসভা নির্বাচনের আগে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের নেতাদের মধ্যে মতৈক্য গড়ার বিষয়ে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, দলের থেকে নিজেকে বড় ভাবলে হবে না। বলেন, “কোনও ঝগড়া বরদাস্ত করব না। বড় হয়েছি বলে কাউকে পাত্তা দেব না। হতে পারে না। আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন। পার্টির কথা মনে রাখছেন না। তৃণমূলে থেকে নিজেকে নয়, মানুষের সেবা করতে হবে।” ব্যক্তিগত ঝগড়া করে যাঁরা বাড়িতে বসে আছেন, তাঁদেরকে ডেকে নিয়ে আসার নির্দেশ দেন মমতা। তাঁর কথায়, উত্তর ২৪ পরগনা জেলয় তৃণমূলের একটাই হৃদয়। তৃণমূল সভানেত্রী কড়া বার্তা দেন, “দলের মধ্যে কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না। তৃণমূলের কাজ নিজেকে সেবা করা নয়, মানুষের সেবা করা।“

দলের সাংসদ, মন্ত্রী, নেতাদের ৩৬৫দিন মানুষের পাশে থাকার নির্দেশ দেন মমতা। বলেন, “মন্ত্রীরা জেলায় বেশি করে ঘুরুন। মানুষের সমস্যার দিকে নজর দিন। দরকার হলে চায়ের দোকানে বসুন।”

আরও পড়ুন: ইডির চার্জশিটে নাম প্রিয়াঙ্কার! লোকসভা নির্বাচনের আগে চ.রম অ.স্বস্তিতে হাত শিবির

দলে পুরনো ও নতুন কর্মীদের একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বর্ষীয়ান নেতাদের সম্মান জানাতে হবে। বলেন, “পুরনো কোনও কর্মী অভিমান করে থাকলে, তাঁদের বাড়ি থেকে ডেকে আনুন।”

লোকসভা ভোটকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনার জন্য এই কোর কমিটিও গঠন করেন মমতা। জানান লোকসভা নির্বাচনের কারণে সাংসদদের কমিটিতে রাখা হচ্ছে না।
কমিটি রয়েছেন,
নির্মল ঘোষ, চেয়ারম্যান
তাপস রায়
শোভনদেব চট্টোপাধ্যায়
সুজিত বসু
ব্রাত্য বসু
চন্দ্রিমা ভট্টাচার্য
রথীন ঘোষ
নারায়ণ গোস্বামী
বিশ্বজিৎ দাস
মমতা ঠাকুর
সুকুমার মাহাত
রফিকুল ইসলাম মণ্ডল
হাজি নুরুল ইসলাম
বীণা মণ্ডল
তাপস দাসগুপ্ত
গোপাল শেঠ
সুরজিৎ বিশ্বাস
এটিএম আবদুল্লা
রফিকর রহমান

প্রতি ১৫ দিন অন্তর কোর কমিটি রিপোর্ট দেবে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version