Thursday, August 21, 2025

কর্ণপাত না করে ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য, মতুয়াদের বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর

Date:

Share post:

ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য রেখে মতুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার হরি মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বাংলায় সিএএ লাগু করা নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখেন শান্তনু। ভক্তরা রাজনৈতিক বক্তব্য রাখতে নিষেধ করায় গালিগালাজ করে মারমুখী হয়ে ওঠেন শান্তনু ও তার অনুগামীরা, এমনই অভিযোগ। এমনকী, প্রতিবাদীর দিকে তেড়ে যান শন্তুনু ঠাকুর ও তার অনুগামীরা। এমনই অভিযোগ মতুয়াদের ও মন্দির কমিটির সদস্যদের।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়। ট্যাংরা কল্যাণীতে এই ঘটনার সাক্ষী কয়েক হাজার মতুয়া।এদিন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সিএএ বাংলায় লাগু হবে। কারও ক্ষমতা নেই এই সিএএ আটকানোর। জানা গিয়েছে, এরপরই মতুয়া ভক্ত ও মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার এই বক্তব্যের প্রতিবাদ করে এবং মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। উত্তেজিত হয়ে মন্ত্রী ফাল্গুন মালাকারের দিকে তেড়ে যান। এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার দাবি করেছেন, ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য রেখাছেন। প্রতিবাদ করায় শান্তনু ঠাকুর অশ্লীল উক্তি করার কারণে সাধারণ মানুষ তাকে যা বলার বলেছে আমি তাকে কোনও আক্রমণ করিনি।

এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনও রাজনীতি নয়। এখানে মন্ত্রী অশ্লীল উক্তি করা মতুয়ারা প্রতিবাদ করেছে। এখানে তৃণমূল কংগ্রেসের কোনও বিষয় নেই। তবে নিজের দোষ ঢাকতে শান্তনু দাবি করেছেন, তৃণমূল কর্মীরা গন্ডগোল পাকিয়ে তাকে অপদস্ত করেছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...