বছর শেষে উধাও শীত! ১৭ ডিগ্রির উপর পৌঁছল কলকাতার তাপমাত্রা

ডিসেম্বরের (December) শুরুতেই কাঁপিয়ে দিয়েছিল ঠান্ডা (Winter)। তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপাতত শীতের আমেজ থাকছে না বঙ্গে (Bengal)। আলিপুর আবহাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর, বৃহস্পতিবারও কলকাতার পারদ ১৭ ডিগ্রির উপরে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি।

তবে শুধু কলকাতা নয়, ইতিমধ্যে জেলাতেও উধাও জেলাগুলিতেও। তবে বর্ষশেষের দিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতে পারে বলে খবর। যদিও নতুন বছরের শুরুতেও জাঁকিয়ে শীতের আশা আর আপাতত নেই। শুধু তাই নয়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জানুয়ারির শুরুতে ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কি বছর শুরুই হবে বৃষ্টির হাত ধরে? সেই গতিবিধির দিকেই আপাতত নজর থাকছে হাওয়া অফিসের। হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, এ বছর ডিসেম্বরের শেষ কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডাও পড়বে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ জানুয়ারি পর্যন্ত উত্তরের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নামার সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে। বাংলাদেশের উপর অবস্থার করা ঘূর্ণাবর্তের জন্যই এ বছরের শেষে শীতের ঝোড়ো ইনিংস থেকে বঞ্চিত থাকবে পশ্চিমবঙ্গবাসী। এই ঘুর্ণাবর্তের প্রভাব বাংলা-সহ গোটা পূর্ব ভারতেই পড়বে বলে জানিয়েছেন তিনি।

 

 

 

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleহি.ন্দুদের ধ.র্মীয় ভাবাবেগে আ.ঘাতের অভিযোগ! রণবীর-সহ গোটা কাপুর পরিবারের বিরুদ্ধে দায়ের মামলা