গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নরেন্দ্রপুরে উড়ে গেল আস্ত বাড়ি

প্রতীকী ছবি

আচমকা বিকট আওয়াজ। তীব্র বিস্ফোরণে উড়ে গেল একটি আস্ত বাড়ি। যার প্রভাব পড়ল আশেপাশে বাড়িগুলিতেও। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘিরে তুমুল আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন।

নরেন্দ্রপুর থানা এলাকার জগদীশপোতা এলাকা আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে। দেখা যায়, টিনের চালের একটি বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টুকরো টুকরো অংশ। পাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচও ফেটে যায়। তবে ফাঁকা বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কীভাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তদন্তে নেমেছে পুলিশ।