Monday, November 3, 2025

বিজেপি হেভিওয়েটদের পর মোহন ভাগবত, রাজ্যে ‘ধর্ম-তাস’ গেরুয়া শিবিরের

Date:

পাঁচরাজ্যে বিধানসভা ভোট মিটতেই প্রায় ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপি নেতারা এই রাজ্যে। এবার লোকসভা ভোটের আগে রাজ্যে ধর্মীয় তাস আরও একবার। দুদিনের সফরে শহরে আসছেন মোহন ভাগবত। আরএসএসের (RSS) পক্ষ থেকে একে রুটিন সফর বলা হলেও এবার ভাগবতের সফরসূচি বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। শনিবার সকালেই আসাম থেকে বাংলায় পৌঁছাবেন তিনি।

প্রতি বছর মার্চে প্রবাস কর্মসূচিতে বিভিন্ন রাজ্যে যান আরএসএস নেতৃত্ব। এবারেও সর-সঙ্ঘচালক মোহন ভাগবতের সফরকে সেই আখ্যাই দিয়েছে সঙ্ঘ। কিন্তু রাজনৈতিক মহলের দাবি লোকসভা ভোটের আগে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিতে দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে আরএসএস নেতৃত্ব। সেই মতো বর্তমানে উত্তর-পূর্ব সফরে মোহন ভাগবত। শনিবার সকালে এই রাজ্যে আসছেন তিনি। কেশব ভবনেই রয়েছে তাঁর রাত্রিবাসের পরিকল্পনা।

তবে অন্যান্যবার প্রবাস চলাকালীন মোহন ভাগবতকে বিভিন্ন শিল্পী যেমন অজয় চক্রবর্তী, রাশিদ খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। কিন্তু এবারের সফরে শুধুমাত্র অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনও শিল্পীর সঙ্গে তাঁর সাক্ষাতের পরিকল্পনা নেই। যদিও পদ্মভূষণ ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনেতা হওয়ার পাশাপাশি গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন। তিনি সঙ্ঘ পরিবারেরও সদস্য। সেক্ষেত্রে তাঁর সঙ্গে সাক্ষাৎও রাজনৈতিক সাক্ষাৎই।

পাশাপাশি মোহন ভাগবতের সফরসূচিতে বিজেপি নেতা কল্য়াণ চৌবের সঙ্গে সাক্ষাৎ রয়েছে। আছে আরও দুই শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ যাঁরা বিজেপি ঘনিষ্ঠ। সাক্ষাৎ করবেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গেও। অন্যদিকে দুর্গাপুরে আসছেন সর-সঙ্ঘকার্যবাহ দত্তাত্রেয় হোসওয়ালে। লোকসভা ভোটে ৩৫ থেকে টার্গেট বাড়িয়ে ৪২ ঘোষণা করার পরই কি সঙ্ঘের স্মরণাপন্ন বিজেপি, উঠছে সেই প্রশ্নও।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version