Saturday, August 23, 2025

গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ! মুহূর্তে জানা যাবে সব খুঁটিনাটি

Date:

বাকি হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। জানুয়ারির ৮ তারিখ থেকেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশ থেকে প্রচুর তীর্থযাত্রী (Devotees) গঙ্গাসাগরের উদ্দেশ্যে ধীরে ধীরে রওনা দিয়েছেন। পাশাপাশি মেলার প্রস্তুতিও একেবারে শেষ পর্যায়ে। দিনকয়েক আগেই নবান্ন সভাঘরে প্রস্তুতি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী কী করতে হবে, সেবিষয়ে পুলিশ-প্রশাসনের কর্তাদের নির্দিষ্ট নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তীর্থযাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের।

এবার মেলায় এসে কোথায় কী মিলবে তা জানতে বেশি সময় অপেক্ষা করতে হবে না। আপৎকালীন পরিস্থিতিতে তীর্থযাত্রী কোথায় আছেন তা খুব সহজেই জানা যাবে এবং তাঁর আশেপাশে কোথায় কী আছে এক সেকেন্ডে জানা যাবে। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে তীর্থযাত্রীদের জন্য বিশেষ কিউআর কোড আনতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কিউ আর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট তীর্থযাত্রীর বর্তমান অবস্থান, তাঁর আশপাশে থাকা স্বাস্থ্যকেন্দ্র, এটিএম-সহ বিভিন্ন বিষয় জানা যাবে।

প্রশাসন সূত্রে খবর, সাগর মেলায় কোথায় কী কী পরিষেবা পাওয়া যায়, তা পুণ্যার্থীদের অনেকেই জানেন না। পাশাপাশি কাছের কোনও মানুষ আচমকা হারিয়ে গেলে তাঁকে খিজে পেতে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। আর সেকারণেই যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয় তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, কিউআর কোডটি তা সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে। ফোন থেকে সেই কোড স্ক্যান করলেই যাবতীয় খুঁটিনাটি তথ্যা পেয়ে যাবেন তীর্থযাত্রীরা। সেক্ষেত্রে শৌচালয়, সহায়তা কেন্দ্র, থাকার জন্য সরকারি হোটেল বা লজ, স্থানীয় থানা, রেল স্টেশন, পার্কিং লট, গঙ্গাসাগর ও তার আশপাশের পর্যটন কেন্দ্রের তালিকা-সহ বিভিন্ন তথ্য হাতের মুঠোয় চলে আসবে পুণ্যার্থীদের। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই মিলবে তথ্য, ফলে ভাষাগত কোনও সমস্যাও হবে না।

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version