Tuesday, August 26, 2025

বিমানে উঠে বিপাকে! দিল্লির পরিবর্তে ৩০০ কিলোমিটার দূরে কেন নামলেন রাহুল?

Date:

একেই মাত্রাতিরিক্ত দূষণের (Pollution) জের! আর তারওপর ঘন কুয়াশার (Fog) চাদরে ঢেকেছে রাজধানী শহর (Delhi)। ধীরে ধীরে দেশে শীতের (Winter) প্রকোপ কমতে থাকায় ঘন কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে আকাশ। আর সেকারণেই চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশবাসীকে। এবার ঘন কুয়াশার জেরে বেজায় ফ্যাসাদে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লিতে নামতে পারেনি রাহুল গান্ধীর বিমান। পরিবর্তে ৩০০ কিলোমিটার দূরের এক শহরে পৌঁছে গিয়েছিলেন তিনি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

উল্লেখ্য, ঘন কুয়াশার চাদরে মুড়েছে দিল্লির আকাশ। আর সেকারণেই দিল্লিগামী একাধিক বিমান গত কয়েক দিনে ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নাগপুর থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন রাহুল। কিন্তু দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কম ছিল। সেখানে তাই বিমান নামানো সম্ভব হয়নি। রাহুল যে বিমানে ছিলেন, সেটি ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরের দিকে। যা রাজধানী থেকে প্রায় ৩০৬ কিলোমিটার দূরে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নাগপুরে কংগ্রেসের মেগা র‌্যালিতে অংশ নিয়েছিলেন রাহুল। নাগপুরের কর্মসূচি সেরে দিল্লিতে ফেরার পথে এমন ঘটনার সাক্ষী হন সোনিয়া তনয়। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে দিল্লি। আর সেকারণে বিমানের পাশাপাশি ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দিল্লিগামী ৫৮টি বিমান ঘুরিয়ে দিতে হয়েছে কম দৃশ্যমানতার কারণে।

 

 

 

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version