বর্ষশেষে কেমন থাকবে ঠাণ্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

বছর শেষের মাসে কয়েকটা দিন জাঁকিয়ে শীত (Winter) পড়লেও সপ্তাহ খানেকের মধ্যে আচমকাই উধাও শীত। বছর শেষ হতে চললেও শীত কবে ফিরবে তা এখন কোটি টাকার প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, কলকাতাবাসী চলতি বছর ঠিক যতটা উষ্ণ বড়দিন কাটিয়েছে, ততটাই উষ্ণ হবে বর্ষবরণের রাতও। হাওয়া অফিস আগেই জানিয়েছে, বর্ষ শেষের রাতে কমবে না তাপমাত্রা (Temperature)। আর এমন পূর্বাভাসের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে আর কবে পড়বে ঠাণ্ডা? আদৌ পড়বে তো?

শুক্রবার কলকাতার গড় তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস! কলকাতায় স্বাভাবিকের অনেকটাই ওপরে থাকছে রাতের তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে আগামী জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া বজায় থাকবে। তারপরই কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার সকালে স্বাভাবিকের থেকে প্রায় ৪ডিগ্রি ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে পুবালী হাওয়ার দাপট বাড়ছে, আর সেকারণেই রাজ্যে কমছে উত্তর-পশ্চিমের ঠাণ্ডা হাওয়ার দাপট।

তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

 

 

 

Previous articleমায়ের অনুপস্থিতিতে না.বালিকা ক.ন্যাকেই লাগাতার ধ.র্ষণ! গ্রে.ফতার পুলিশকর্মী বাবা
Next articleনির্বাচনের আগে বাড়ল অ.স্বস্তি! কলোরাডোর পর আমেরিকার আরও এক প্রদেশে ‘অযোগ্য’ ট্রাম্প