Saturday, January 31, 2026

৩ জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী, শনিতে প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক

Date:

Share post:

৭-১৫ জানুয়ারি সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা। প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারির ৩ তারিখ গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। তার আগে শনিবার প্রস্তুতি খতিয়ে দেখলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।

গঙ্গাসাগর মেলার সময় তীর্থযাত্রীদের কোনও অসুবিধা যাতে না হয় সে সব বিষয় খতিয়ে দেখেন জেলাশাসক। ৩ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে হাজির হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। তার আগেই মেলা প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে বলে আশা জেলা প্রশাসনের। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে সাজছে মেলা প্রাঙ্গণ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। এদিন জেলা প্রশাসনের আধিকারিকেরা গঙ্গাসাগরে হেলিপ্যাড ময়দান থেকে শুরু করে গঙ্গাসাগর বাসস্ট্যান্ড-সহ সমুদ্র সৈকতের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন।

তীর্থযাত্রীদের সুবিধার্থে এবছর গঙ্গাসাগরে ৬ নম্বর রাস্তা করা হয়েছে। এই রাস্তার মাধ্যমে খুব সহজে তীর্থযাত্রীরা গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিতে পারবেন। জেলাশাসক জানান, যুদ্ধকালীন তৎপরতাই গঙ্গাসাগর মেলার কাজ চলছে। বিভিন্ন পয়েন্টগুলিতে প্রস্তুতির কাজ চালাচ্ছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য থাকছে পর্যাপ্ত সংখ্যায় বাস।  সব সময় ভেসেল পরিষেবা থাকবে। মেলার প্রস্তুতি দেখার পাশাপাশি কপিলমুণির মন্দির চত্বরও ঘুরে দেখেন সুমিত গুপ্ত-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। মেলার প্রস্তুতি নিয়ে মন্দিরের পুরোহিতদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক।

গত বছরের তুলনায় পুণ্যার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছে জেলা প্রশাসন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, এবছর প্রায় ৭০ লক্ষ পুণ্যার্থী আসার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) পরিচালন করার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলার কোনওরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন।

নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের আধিকারিকদের মধ্যে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়েছে। পরিবেশ বান্ধব ও প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য। মেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তদারকিতে থাকছেন একাধিক মন্ত্রী। নবান্ন থেকে মেলার দিনগুলিতে  নজরদারি রাখবেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...