বছরের শেষ দিনেও একাধিক লোকাল ট্রেন বাতিল পূর্ব রেলের

বর্ষশেষের দিনেই ফের একবার ট্রেন বাতিলের ঘোষণা করলো পূর্ব রেল। যার ফলে কিছুটা ভোগান্তির শিকার হতে পারেন রেল যাত্রীরা

আর কয়েক ঘন্টার অপেক্ষা। বিশ্ববাসীর মতো আরও একটি নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি বঙ্গবাসী। বর্ষবরণের উৎসবে মাততে চলেছে শহর থেকে জেলার মানুষ। ৩১ ডিসেম্বর চলতি বছরকে বিদায় জানানোর পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে উৎসেব মেতে উঠবে মানুষ। ইতিমধ্যেই তার প্ল্যানও সেরে ফেলেছে বাঙালি। সেই কারণে ফি-বছরের মতো এই বছরের শেষদিনেও রাস্তায় ঘাটে যানবাহনের চাহিদা থাকবেও তুঙ্গে।

কিন্তু সেই বর্ষশেষের দিনেই ফের একবার ট্রেন বাতিলের ঘোষণা করলো পূর্ব রেল। যার ফলে কিছুটা ভোগান্তির শিকার হতে পারেন রেল যাত্রীরা। পূর্ব রেলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা নৈহাটি-ব্যান্ডেল লাইন। নৈহাটি, গরিফা, হুগলি ঘাট ও ব্যান্ডেল, এই চার স্টেশন থেকে এই লাইনে প্রচুর মানুষ যাতায়াত করেন। আর এবার সেই লাইনেই ট্রেন বাতিল ঘোষণা করল রেল। যা নিয়ে যাত্রীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে।