Wednesday, December 17, 2025

আ.দিবাসী সংগঠনের ভারত বনধের জের! বিভিন্ন স্টেশনে আটকে একাধিক ট্রেন, দু.র্ভোগ নিত্যযাত্রীদের

Date:

Share post:

পৃথক সারনা ধর্মের কোড চালু-সহ একাধিক দাবিতে ফের পথে আদিবাসী (Adivasi) সেঙ্গেল অভিযান। এর আগেও একাধিকবার পথে নেমে বিক্ষোভ দেখালেও শনিবার ভারত বনধের (Strike) ডাক দিয়েছে সংগঠনটি। আর তার জেরেই সাতসকালে চরম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। শনিবার সাতসকালে পুরুলিয়ায় (Purulia) ফের রেল অবরোধ (Rail Blockade) করে বিক্ষোভ দেখাতে শুরু করে সংগঠনের নেতা-কর্মীরা। যার জেরে সকাল থেকে থমকে ছিল রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তবে শুধু পুরুলিয়াই নয়, এদিন আসানসোল ও মালদহের ছবিটাও একেবারে এক। সেখানেও রেল আটকে বিক্ষোভ প্রদর্শনের ছবি সামনে এসেছে।

এদিন আসানসোলের রেলওয়ে ডিভিশনের কালীপাহাড়ি স্টেশনে লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের একাংশ। আর তার জেরে সকাল থেকেই ওই ডিভিশনে থমকে যায় ট্রেন চলাচল। শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত অবরোধ উঠলেও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এদিকে অবরোধের জেরে ব্যাহত হয়েছে দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া চান্ডিল শাখায় ট্রেন চলাচল। তবে শনিবার সকাল থেকে অবরোধের জেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। তবে এদিন সকাল থেকে অবরোধ শুরু হতেই পুলিশ আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতাদের সঙ্গে কথা বললেই লাভের লাভ কিছুই হয়নি।

অন্যদিকে, মালদহের আদিনা স্টেশনেও রেল অবরোধ শুরু করেছেন আদিবাসীরা। অবরোধ চলছে পশ্চিম বর্ধমানের কালিপাহাড়ি স্টেশনেও। যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। পাশাপাশি এদিন নিম্ন অসমে রেল অবরোধের জেরে বাংলা-অসম সীমানা এলাকার বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে ট্রেন। এর মধ্যে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস থমকে রয়েছে জোড়াই স্টেশনে। অসমের শ্রীরামপুর স্টেশনে আটকে পড়েছে গুয়াহাটিগামী অসম এক্সপ্রেস। গোসাঁইগাও স্টেশনে থমকে আছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও। শনিবার সকাল ৬টা ৫০ থেকে আসানসোল ডিভিশনে রেল অবরোধ শুরু হয়। চলে ৭টা ৩৫ পর্যন্ত। তার পর ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়। তবে ওই সময়ের মধ্যেই কালীপাহাড়ি স্টেশনের আগে পরে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়ে। ১২ ঘণ্টা বনধের প্রভাব পড়েছে বাঁকুড়া জেলাতেও। সকাল থেকেই বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়।

 

 

 

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...